সিপিএম পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে গ্রাম পঞ্চায়েত দপ্তরে তালা মেরে বিক্ষোভ গ্রামবাসীদের

0
146

সিপিএম পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে গ্রাম পঞ্চায়েত দপ্তরে তালা মেরে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনার পর থেকেই এলাকা ছাড়া গ্রাম পঞ্চায়েতের সদস্যরা। ঘটনাটি ঘটেছে মালদার নারহাট্টা গ্রাম পঞ্চায়েতে।

 

ওই এলাকার সুহিলপুর গ্রামের বাসিন্দাদের অভিযোগ বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ যেমন রাস্তাঘাট ও অন্যান্য প্রকল্পের কাজ সম্পন্ন না করে সেই টাকা তুলে নিয়েছে একটি চক্র। এর পেছনে রয়েছে সিপিএমর প্রধান শফিকুল হক। তার কাছে যখন গ্রামবাসীরা বিভিন্ন প্রকল্পের খাতের হিসেব চাইতে যায় সে হিসেব দিতে পারিনি। তার পর থেকেই সে বেপাত্তা। অভিযুক্ত প্রধানের শাস্তির দাবিতে মঙ্গলবার গ্রামবাসীরা পঞ্চায়েতে তালা মেরে বিক্ষোভ দেখায়। এদিকে সমস্ত অভিযোগ প্রধানের ঘাড়ে চাপিয়ে নিজের দায়িত্ব এড়িয়েছেন গ্রাম পঞ্চায়েতের সরকারি পঞ্চায়েত আধিকারিক মঞ্জুরুল ইসলাম।