সুন্দরবনের ঠাকুরান নদী থেকে বাংলাদেশি ট্রলার আটক

সুন্দরবনের ঠাকুরান নদি থেকে মৈপীঠ কোস্টাল থানার পুলিশ ও বনকর্মীদের যৌথ তল্লাশিতে উদ্ধার হল একটি বাংলাদেশি ট্রলার , ট্রলার থেকে কাউকে পাওয়া যায় নি , তবে ৭ জোড়া জুতো পাওয়া গিয়েছে । রবিবার রাতে মৈপীঠ কোস্টাল থানার পুলিশ নদিতে স্পীড বোটে টহল দেওয়ার সময় নজরে আসে বিদ্যা নদি থেকে মাতলা নদি পার হয়ে একটি ট্রলার ঠাকুরান নদির দিকে আসছে । পুলিশ তার পিছু ধাওয়া করে । আলো মারতে পুলিশ বুঝতে পারে এই ট্রলার বাংলাদেশি । ট্রলার টি গভির রাতের অন্ধকারের সুযোগ নিয়ে জঙ্গলের দিকে চলে যায় । সাথে সাথে পুলিশ বন দপ্তরের সহযোগিতা নিয়ে আজ মল মারি ১২ নাম্বার জঙ্গলের কাছে ট্রলার টিকে আটক করে । কিন্তু ওই ট্রলারের কাউকে ধরতে পারেনি । এরপর পুলিশ ভোরে নদিতে ভাটা এলে ট্রলার টিকে উদ্ধার করে নিয়ে আসে ।প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান পুলিশ ঘিরে ফেলেছে বুঝতে পেরেই দুষ্কৃতীদের দল ট্রলারটি ফেলে চম্পট দেয় । পুলিশ জানায় , ট্রলার টিতে ৫ থেকে ৬ জন ছিল , মাতলা নদি পেরিয়ে ঠাকুরান নদিতে এলেই তার পিছু ধাওয়া করা হয় । কি উদ্দেশে বাংলাদেশি এই ট্রলারটি সুন্দরবনে এসেছিল তার খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে , বাংলাদেশি জল দস্যু ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে । জোরদার তল্লাশি শুরু করেছে পুলিশ ।যদি ও সোমবার বিকাল পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি পুলিশ ।