বিনোদন – এক ঢাল কালো কোঁকড়ানো চুল, নীল বর্ণ, লাল বেনারসী শাড়ি, গলায় মালা আর হাতে খড়গ—এই রুদ্ররূপেই টেলিভিশনের পর্দায় আবির্ভাব মা কালীর। তবে চমক রয়েছে এই রূপের অন্তরালে। ভাইরাল ভিডিওতে যাঁকে মা কালীরূপে দেখা যাচ্ছে, তিনি আর কেউ নন— বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’–র সূর্য চরিত্রে অভিনয় করা দিব্যজ্যোতি দত্ত।রবিবার প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানে দেখা গিয়েছে দিব্যজ্যোতিকে সম্পূর্ণ মাতৃরূপে, যা দেখে অবাক নেটিজেনরা। এমন নিখুঁত মেকআপ, অভিব্যক্তি ও রূপান্তর দেখে প্রথমে বোঝার উপায় নেই, কালীর ছদ্মবেশে রয়েছেন একজন পুরুষ অভিনেতা। এই অনবদ্য রূপে দিব্যজ্যোতিকে দেখে মুগ্ধ দর্শকরা প্রশংসা করছেন ঝড়ের গতিতে।
দিব্যজ্যোতি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এই রূপান্তরের একটি ভিডিও, যেখানে ধাপে ধাপে দেখানো হয়েছে কীভাবে জনপ্রিয় মেকআপ আর্টিস্ট দীপঙ্কর রায় (অভিনেত্রী অহনা দত্তের স্বামী) তাঁকে মা কালী রূপে সাজিয়েছেন। ভিডিওতে দেখা যায় কীভাবে মুখে ও শরীরে নীল রং লাগানো হচ্ছে, পরানো হচ্ছে গহনা, আর শেষ মুহূর্তে খড়গ হাতে নিয়ে একেবারে মাতৃমূর্তিতে রূপান্তরিত হচ্ছেন অভিনেতা।এই নতুন রূপ ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে একটি বিশেষ পর্বের জন্য তৈরি, যা দর্শকদের জন্য একেবারেই ভিন্ন অভিজ্ঞতা। বাংলা ধারাবাহিকে পুরুষ অভিনেতার এমন রুদ্র মাতৃরূপে অভিনয় অত্যন্ত বিরল, আর সেই কাজটি দিব্যজ্যোতি যেভাবে তুলে ধরেছেন, তা নিঃসন্দেহে প্রশংসাযোগ্য।উল্লেখ্য, দিব্যজ্যোতি বর্তমানে টেলিভিশনের গণ্ডি ছাড়িয়ে বড়পর্দার দিকেও পা বাড়াচ্ছেন। সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’–তে তাঁকে দেখা যাবে শ্রীচৈতন্যদেবের ভূমিকায়। ‘অনুরাগের ছোঁয়া’তে জনপ্রিয়তার পর বড়পর্দার এই আত্মপ্রকাশ তাঁর কেরিয়ারে এক নতুন মোড় আনতে পারে।
