মোবাইলে সেলফি তোলায় মজে উঠেছেন আফগানিস্তানের তালিবান যোদ্ধারা !

মোবাইলে সেলফি তোলায় মজে উঠেছেন আফগানিস্তানের তালিবান যোদ্ধারা !

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
সেলফি

মোবাইলে সেলফি তোলায় মজে উঠেছেন আফগানিস্তানের তালিবান যোদ্ধারা ! চলতি বছরের গত   আগস্টে আফগানিস্তানের  কাবুল দখল করেছে তালিবান। তারপর থেকেই আফগানিস্তানে আধিপত্য বিস্তার করে চলেছে তারা। সেখানে জারি করা হচ্ছে নতুন নতুন তালিবানি আইন।  তবে আফগানিস্তানের মাটিতে  নতুন করে সরকার চালাতে গিয়ে তালিবান মন্ত্রীদের নজরে এসেছে কিছু যোদ্ধার আচরণ। যা দেখে রীতিমত চমকে গিয়েছে তাঁরা।

 

আফগানিস্তান দখলের পর নিজেদের মোবাইলে সেলফি তোলায় মজেছে তালিবান। তা দেখে রেগে গিয়েছে আফগানিস্তানের নতুন প্রতিরক্ষামন্ত্রী। তালিবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের পুত্র মোল্লা মহম্মদ ইয়াকুব তাদের উদ্দেশে জানিয়েছেন, এই ধরনের আচরণ থেকে বিরত থাকতে হবে।

 

আর ও  পড়ুন      রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনের বক্তব্যে কী কী বললেন মোদী ? জানুন

 

এই বিষয়ে তালিবান  যোদ্ধাদের একটি অডিও বার্তা দিয়েছে ইয়াকুব। সেখানে তিনি  ধমক দিয়ে বলেছেন, ‘সকলে যেভাবে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর মন্ত্রকে বসে অকারণে মোবাইল ফোন বের করে সেলফি তুলছে, তা অত্যন্ত নিন্দনীয়। এই ধরনের ছবি ও ভিডিও তুলে এজন্মে কোনও লাভ নেই।  এসব থেকে দূরে থাকাি ভালো। তবে মন্ত্রীর এই বার্তা তালিবান যোদ্ধারা কতোটা শুনবেন সেটাই আগামী দিনে দেখার।

 

উল্লেখ্য,গত   আগস্টে আফগানিস্তানের  কাবুল দখল করেছে তালিবান। তারপর থেকেই আফগানিস্তানে আধিপত্য বিস্তার করে চলেছে তারা। সেখানে জারি করা হচ্ছে নতুন নতুন তালিবানি আইন।  তবে আফগানিস্তানের মাটিতে  নতুন করে সরকার চালাতে গিয়ে তালিবান মন্ত্রীদের নজরে এসেছে কিছু যোদ্ধার আচরণ। যা দেখে রীতিমত চমকে গিয়েছে তাঁরা। আফগানিস্তান দখলের পর নিজেদের মোবাইলে সেলফি তোলায় মজেছে তালিবান। তা দেখে রেগে গিয়েছে আফগানিস্তানের নতুন প্রতিরক্ষামন্ত্রী।

 

তালিবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের পুত্র মোল্লা মহম্মদ ইয়াকুব তাদের উদ্দেশে জানিয়েছেন, এই ধরনের আচরণ থেকে বিরত থাকতে হবে। তালিবান  যোদ্ধাদের একটি অডিও বার্তা দিয়েছে ইয়াকুব। সেখানে তিনি  ধমক দিয়ে বলেছেন, ‘সকলে যেভাবে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর মন্ত্রকে বসে অকারণে মোবাইল ফোন বের করে সেলফি তুলছে, তা অত্যন্ত নিন্দনীয়। এই ধরনের ছবি ও ভিডিও তুলে এজন্মে কোনও লাভ নেই।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top