মদ খাওয়ার টাকা না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে খুনের চেষ্টা র অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। আহত স্ত্রী বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
সোমবার রাতে মালদার মোথাবাড়ি থানার বাঙ্গিটোলা এলাকায় ঘটনাটি ঘটেছে। আহত স্ত্রী এর নাম রিনা চৌধুরী (৩২)। অভিযোগ তার মদ্যপ স্বামী প্রতিদিনই তার কাছে মদ খাওয়ার জন্য টাকা চাইতো। টাকা না দিলে স্ত্রীর ওপর অত্যাচার করত। এ দিনও মদ্যপ স্বামী গৌতম চৌধুরীর স্ত্রীর কাছে মদ খাওয়ার জন্য ১০০ টাকা চায় । সেই টাকা দিতে অস্বীকার করায় স্ত্রীকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করে খুনের চেষ্টা করে গৌতম বলে অভিযোগ। এই অবস্থায় চিৎকার চেঁচামেচি শুনে আশেপাশের পাড়া-প্রতিবেশী ও গ্রামবাসীরা ছুটে এসে আহত স্ত্রীকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। তার আঘাত গুরুতর থাকায় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।আহত রিনার মা ফুলমতি চৌধুরীর অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে মোথাবাড়ি থানার পুলিশ। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী গা ঢাকা দিয়েছে।