স্ত্রীর শ্লীলতাহানীর প্রতিবাদ করায় আক্রান্ত স্বামী

স্ত্রীর শ্লীলতাহানীর প্রতিবাদ করায় আক্রান্ত স্বামী। বাম চোখে চাকু ঢুকিয়ে দেওয়ার অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার পুরানি গ্রামে আক্রান্ত যুবকের পরিবারের দাবি বেশ কিছুদিন ধরেই ওই গৃহবধূকে উত্ত্যক্ত করছিল প্রতিবেশী যুবক সাহেব শেখ। ১ বছর আগে একটি মেলায় ওই গৃহবধূকে উত্ত্যক্ত করার অভিযোগ ওঠে সাহেবের বিরুদ্ধে। সেই সময় গ্রামে বিষয়টি মিটমাট হয়ে যায়। অভিযোগ গতকাল সন্ধ্যের সময় বাড়ির সামনেই বসেছিলেন ওই গৃহবধূ। সেই সময় গৃহবধূর হাত ধরে টানা হ্যাঁচড়া করতে থাকে সাহেব। প্রিয় মধুর চিৎকারে তার স্বামী ছুটে আসে। ঘটনার প্রতিবাদ করতেই ছুরি ঢুকিয়ে দেওয়া হয় তার চোখে। তাদের চিৎকারে এলাকার মানুষ ছুটে এলে সাহেব ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। বাড়ির অন্যান্য সদস্যরা ও প্রতিবেশীরা আক্রান্ত যুবককে উদ্ধার করে প্রথমে মানিকচক গ্রামীণ হাসপাতাল এ নিয়ে যায়। এরপর মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে। বাম চোখে গুরুতর আঘাত নিয়ে মালদা মেডিকেলে চিকিৎসাধীন ওই যুবক। দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা করছেন মেডিকেলের চিকিৎসকরা। ঘটনা লিখিত অভিযোগ দায়ের হয়েছে মানিকচক থানা য়। এখনো অধরা অভিযুক্ত। ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ।