স্বপ্নের ফর্মে পিভি সিন্ধু। থাইল্যান্ড ওপেনের ফাইনালে পৌঁছে গেলেন ভারতীয় শাটলার। বিশ্বের তিন নম্বর শাটলার সিন্ধু সেমি ফাইনালে হারালেন গ্রেগোরিয়া মারিস্কা তুনজুংকে।শনিবার ব্যাঙ্ককে সেমি ফাইনালে ইন্দোনেশিয়ান প্রতিপক্ষের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর প্রথম গেম জিতে নেন ২৩-২১ এ । কিন্তু দ্বিতীয় গেমেই তুনজুংয়ের কাছে হেরে বসেন সিন্ধু। এর পর তৃতীয় গেমে মারিস্কাকে আর দাঁড়াতে দেননি হায়দ্রাবাদী তরুণী। ২১-৯ এ তৃতীয় গেম জিতে নেন সিন্ধু। ২৩-২১, ১৬-২১, ২১-৯ গেমে মারিস্কা তুনজুংকে হারিয়ে থাইল্যান্ড ওপেনের ফাইনালে পৌঁছে গেলেন পিভি সিন্ধু।