স্বল্প বস্ত্রে আইটেম গানে সানির নাচ শ্রী রাধিকার সংস্কৃতিকে খাটো করেছে বলেই নরোত্তম মিশ্র মনে করছেন।
শুধু সানি নন, গানটির রিমেক যাঁরা করেছেন শাকিব-তোশির বিরুদ্ধে অভিযোগ রয়েছে বিজেপি মন্ত্রীর। সরাসরি সানির অতীতের প্রসঙ্গ না তুলেও, কেন এই ভিডিওতে তাঁকে অন্তর্ভুক্ত করা হয়েছে, তা নিয়েও ক্ষোভ রয়েছে নরোত্তম মিশ্রর।
আর ও পড়ুন ডিম আগে না মুরগী? অবশেষে সমাধান মিলল এই বিতর্কিত ধাঁধার
ভিডিওটি এবং অতীতের কিছু প্রসঙ্গ তুলে মন্ত্রীর বক্তব্য, ‘কিছু মানুষ হিন্দু ভাবাবেগকে আঘাত করেই চলেছেন। রাধার জন্য দেশে আরাধনার মন্দির আছে। আমরা তাঁর কাছে প্রার্থনা করি। শাকিব-তোশি নিজেদের ধর্ম নিয়ে যেমন ইচ্ছে গান তৈরি করতে পারেন ( Sunny Leone )। কিন্তু এ ধরনের গান আমাদের ভাবাবেগে আঘাত দেয়। তিন দিনের মধ্যে এই ভিডিয়ো সরানো না হলে আমি আইনি পদক্ষেপ করব।’
দুদিন আগেই বৃন্দাবনের সন্ত নবল গিরি মহারাজ ক্ষিপ্ত হয়েই ভিডিওটি বয়কটের ডাক দেন। নেট মাধ্যম থেকে না সরানো হলে আদালতের দ্বারস্থ হবেন বলেই তিনি জানান। এমনকী মথুরার পুরোহিতরাও ভিডিওটি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন। প্রসঙ্গত, কয়েক মাস আগে বাঙালি ডিজাইনার সব্যসাচী মুখার্জির মঙ্গলসূত্রের বিজ্ঞাপন নিয়েও চটেছিলেন নরোত্তম মিশ্র। তখন সব্যসাচীকেও হুমকি দিয়ে বিজ্ঞাপন সরিয়ে নেওয়ার কথা বলেছিলেন তিনি।
আর ও পড়ুন বড়দিন উপলক্ষ্যে ঝাড়গ্রামের মিনি চিড়িয়াখানায় দর্শকের ঢল
উল্লেখ্য, সানি লিওনকে হুমকি দিলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী । সারেগামা মিউজিকের নতুন আইটেম নম্বর ‘মধুবন মে রাধিকা নাচে’ ঘিরে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। কণিকা কাপুর, অরিন্দম চক্রবর্তীর গাওয়া মিউজিক ভিডিওতে নাচের মাধ্যমে আবারও ঝড় তুলেছেন যৌন আবেদনময়ী সানি লিওন। কিন্তু এই ভিডিওটি পরোক্ষভাবে হিন্দু ভাবাবেগে আঘাত হেনেছে বলেই অনেকে দাবি তুলেছেন।এবার নতুন মিউজিক ভিডিও ঘিরে সানিকে সরাসরি হুমকি দিলেন নরোত্তম মিশ্র।
তাঁর বক্তব্য, আগামী তিন দিনের মধ্যে ইউটিউব থেকে ওই নাচের ভিডিও তুলে নিতে হবে। নতুবা আইনি পদক্ষেপ নেবেন তিনি। স্বল্প বস্ত্রে আইটেম গানে সানির নাচ শ্রী রাধিকার সংস্কৃতিকে খাটো করেছে বলেই নরোত্তম মিশ্র মনে করছেন।শুধু সানি নন, গানটির রিমেক যাঁরা করেছেন শাকিব-তোশির বিরুদ্ধে অভিযোগ রয়েছে বিজেপি মন্ত্রীর।
সরাসরি সানির অতীতের প্রসঙ্গ না তুলেও, কেন এই ভিডিওতে তাঁকে অন্তর্ভুক্ত করা হয়েছে, তা নিয়েও ক্ষোভ রয়েছে নরোত্তম মিশ্রর। শুধু সানি নন, গানটির রিমেক যাঁরা করেছেন শাকিব-তোশির বিরুদ্ধে অভিযোগ রয়েছে বিজেপি মন্ত্রীর। সরাসরি সানির অতীতের প্রসঙ্গ না তুলেও, কেন এই ভিডিওতে তাঁকে অন্তর্ভুক্ত করা হয়েছে, তা নিয়েও ক্ষোভ রয়েছে নরোত্তম মিশ্রর।