স্বাধীনতা দিবসের দিন দুঃস্থ শিশুদের হাতে খাবার তুলে দিল রবিনহুড আর্মি

প্রতিবছরের মত এবছরও ৭২ তম স্বাধীনতা দিবসের দিন সকালে খাবার নিয়ে সুন্দরবনের পিছিয়ে পড়া অলিগলিতে হাজির রবিনহুড আর্মি। বুধবার দক্ষিণ ২৪ পরগণার ক্যানিং এর নিকারিঘাটা, কারগিল কলোনি, রেলবস্তি সহ বিভিন্ন জায়গায় প্রায় এক হাজারের বেশী খাবারের প্যাকেট, কেক, বিস্কুট দুঃস্থ শিশুদের হাতে তুলে দিলেন রবিনহুড আর্মির সদস্যরা। স্বাধীনতা দিবসের দিন সকালবেলায় পেটভর্তি খাবার পেয়ে খুশি দুঃস্থ শিশু ও তাদের পরিবারের সদস্যরা।

গত কয়েকবছর ধরেই এই রবিনহুড আর্মির সদস্যরা এদেশের পাশাপাশি বিশ্বের আরও ১৬টি দেশে দুঃস্থ শিশুদের জন্য খাবার পরিবেশন করছেন। সারা বছর ধরেই বিভিন্ন পথ শিশু ও দুঃস্থ এলাকায় গিয়ে এই খাবার বিতরণ করলেও এ বছর স্বাধীনতা দিবস উপলক্ষে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় দশ লক্ষ দুঃস্থ শিশুদের খাবার প্যাকেট তুলে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছিল