স্বামীর অবৈধ সম্পর্কে প্রতিবাদ করায় স্ত্রীকে মারধরের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

0
119

 

স্বামীর অবৈধ সম্পর্কে প্রতিবাদ করায় স্ত্রীকে মারধরের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার মহেশপুর বাগান পাড়া এলাকায়। আহত স্ত্রীর নাম অনিতা হালদার। তার অভিযোগ প্রতিবেশী এক মহিলার সাথে তার স্বামীর অবৈধ সম্পর্ক রয়েছে। এরই প্রতিবাদ করেছিলেন তিনি। প্রতিবাদ করায় তাকে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। বর্তমানে ওই গৃহবধূ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার লিখিত অভিযোগ দায়ের হয়েছে ইংরেজবাজার থানায়। অভিযুক্ত স্বামী ছোটন হালদার পলাতক।