স্বামী স্ত্রীর পারিবারিক কলহ মেটাতে গিয়ে আক্রান্ত হলেন দাদা। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার যদুপুর এলাকায়। আহত ব্যক্তির নাম ইন্তাজুল মোমিন (৩৬)। বর্তমানে সে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ।
জানা গিয়েছে আহতের ভাই রফিকুল মমিন এর সাথে তার স্ত্রী তুহিদা বিবির বচসা চলছিল। তা থামাতে যায় ইন্তাজুল। অভিযোগ সেই সময় রফিকুল আরও বেশ কয়েকজন মদ্যপ ব্যক্তিকে নিয়ে ইন্তাজুল এর ওপর চড়াও হয় ও তাকে বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গ্রামবাসীরা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহতের ছেলে মোঃ সেলিম মোমিনের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।