মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার তাজপুর দাসপাড়া এলাকায় গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল শ্বশুর বাড়ির বিরুদ্ধে।ঘটনায় গ্রেপ্তার শাশুড়ি বেহুলা দাস।
সূত্রের খবর, গত সোমবার স্বামী স্ত্রীর মধ্যে রান্না করা কেন্দ্র করে অশান্তি শুরু হয় । অভিজোগ এর জেরেই এদিনিই স্ত্রী পম্পা দাস(২৪) কে গিরিলের সঙ্গে হাত বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠে স্বামী সুভাস দাস ও তার শশুড় শাশুড়ির বিরুদ্ধে। এদিন অগ্নিদগ্ধ অবস্থায় গৃহবধুকে মুর্শিদাবাদ মেডিকাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সুস্থ হলে শুক্রবার বিকেল নাগাদ তাকে বাড়ি নিয়ে আসে। এবং শনিবার সকাল ৯ টা নাগাদ পম্পা দাস মারা যায়। পুনরায় পম্পা দাস কে শ্বাস রোধ করে খুনের অভিযোগ উঠে শাশুড়ির বিরুদ্ধে। গৃহবধুর বিয়ে সাত বছর আগে। এখন তাদের দুটি পুত্র সন্তান আছে। ঘটনায় গেপ্তার শাশুড়ি বেহুলা দাস।