মুর্শিদাবাদের হরিহরপাড়া চন্দ্রদ্বীপের পরিচালনায় অনুষ্ঠিত হল ৯ম বর্ষ দোদুল নৈশ ফুটবল প্রতিযোগিতা।
হরিহরপাড়া থানার ব্যবস্থাপনায় রবিবার সন্ধ্যায় হরিহরপাড়া থানা ময়দানে বন্যাঢ অনুষ্ঠানের মধ্যে দিয়ে টুর্নামেন্টের সূচনা করা হয়। এদিন বেলুন উড়িয়ে এবং ফুটবলে কিক মেরে এই টুর্নামেন্টের সূচনা করেন অতিরিক্ত জেলা পুলিশ লালবাগ অংশুমান সাহা, বিশিষ্ট প্রাক্তন জাতীয় ফুটবলার রহিম নবি সহ অন্যান্য বিশীষ্টজনেরা। এদিনের নৈশ ফুটবল টুর্ণামেন্টে রাজ্যের মোট ৮টি দল অংশগ্রহন করে । এদিন টুর্নামেন্টে ফাইনালে ৩-২ গোলে চোয়া কিস্টেস একাডেমীকে পরাজিত করে বিজয়ী হয় কাঁচরাপাড়া একাদশ। এদিন এই খেলা দেখতে উপস্থিত ছিলেন হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত সেখ, হরিহরপাড়ার বিডিও পুনেন্দু সান্যাল, বহরমপুরের বিডিও রাজশ্রী নাথ, হরিহপাড়া থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক কার্তিক মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপরি সারগিজা বেগম সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এই নৈশ ফুটবলকে সাধারন মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মত।