ঝাড়গ্রাম: হাতির তাণ্ডবে তছনছ হচ্ছে বিঘার পর বিঘা ধান চাষের জমি। তছনছ হচ্ছে জমির থেকে থাকা শবজী। খাবারের সন্ধানে হাতির দল হানা দিচ্ছে গ্রামে। দিনের পর দিন হাতির হানায় অতিষ্ঠ হয়ে উঠছেন গ্রামবাসীরা।
রাত-ভর সাঁকরাইলের আউসাবান্ধী, কুলটিকরী, মুকুন্দপুর সহ একাধিক গ্রামে ৩৫টি দাতাল হাতির তাণ্ডবে নষ্ট বিঘার পর বিঘা ধান চাষ। মাথায় হাত চাষীদের। জানা গেছে খাবারের সন্ধানে দাঁতালের দলটি জঙ্গল ছেড়ে লোকালয়ের ধান চাষের জমিতে তান্ডব চালায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনদপ্তরে কর্মীরা। শেষমেষ বনদপ্তরের কর্মীরা দাঁতাল হাতির দলটিকে জঙ্গলে ফেরত পাঠায়।
