বিনোদন – সদ্য মা হয়েছেন অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী। জন্ম দিয়েছেন এক ফুটফুটে কন্যা সন্তানের। অন্তঃসত্ত্বা অবস্থায় চালিয়ে গিয়েছেন ধারাবাহিকের শুটিং। তবে এখন সাময়িক বিরতি নিয়েছেন শুটিং ফ্লোর থেকে। মেয়েকে ঘিরেই সময় কাটাচ্ছেন অনিন্দিতা। তবে এর মাঝেই নতুন কাজের খবর দিলেন অভিনেত্রী। যদিও শুটিং হয়েছে প্রায় দু’বছর আগে। হিন্দি সিরিজে অভিষেক হতে চলেছে তাঁর। জানা যাচ্ছে, সিরিজটির পরতে পরতে থাকবে রহস্য। থাকবে ভরপুর অ্যাকশনও। পরিচালনায় রোহন ঘোষ। অনিন্দিতা ছাড়াও টলিউডের বহু তারকাদের দেখা যাবে গল্পে।
মুখ্যচরিত্রে রয়েছেন বলি অভিনেতা বিশাল জেঠওয়া। এছাড়াও দেখা যেতে চলেছে অজিতেশ গুপ্তা, যিশু সেনগুপ্ত, শাশ্বত চট্টোপাধ্যায়, তুহিনা দাস, প্রান্তিক বসুকে।সূত্রের খবর, কলকাতা ও মুম্বইয়ের আনাচেকানাচে হয়েছে ছবির শুটিং। যদিও এখনও থ্রিলার সিরিজের নাম প্রকাশ্যে আসেনি। জানা যাচ্ছে, সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষেই জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই সিরিজ।
