হিন্দুত্বের প্রতিযোগিতা নিয়ে প্রশ্ন অধীর চৌধুরীর

নিজস্ব সংবাদদাতা,বহরমপুর , ৭ই ডিসেম্বর :উত্তরপ্রদশের বলছে অযোধ্যা রামের মন্দির হবে আর এদিকে রাজ্য সরকার বলছে দীঘা জগন্নাথ মন্দির হবে। এখানে কি মন্দির হবে আর কি কিছু নেই, নতুন করে জগন্নাথ মন্দির করে হিন্দুদের দেখাতে চাইছে। বাংলায় মন্দির করে পরিকল্পিত ভাবে সাম্প্রদায়িক ভাবে বিভাজন রাজনীতি করতে চাইছে কংগ্রেস ও বিজেপি। পাঁচশো উপর প্রশাসনিক সভা করলেও মুখ্যমন্ত্রী নিট ফল মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে। এখানে কিছু পেতে গেলে মরতে হবে বলে কটাক্ষ করেন অধীর চৌধুরী ।