প্রচুর পরিমানে হেরোইন সহ চারজনকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের সাগরদিঘী থানার পুলিশ। বৃহস্পতিবার রাত্রে সাগরদিঘী থানার মোড়গ্রাম মোড়ে ৩৪নং জাতীয় সড়কের উপর নাকা চেকিংইয়ের সময় পুলিশ ওই চার জনকে গ্রেপ্তার করে
গোপন সুত্রে খবর পেয়ে এদিন নাগা চেকিং শুরু করে সাগরদীঘি থানার পুলিশ, সেই সময় এদিন রাত্রে সাগরদিঘী থানার মোড়গ্রাম মোড়ে ৩৪নং জাতীয় সড়কের উপর একটি সন্দেহজনক চার চাকা গাড়ি আটক করে এবং সেই গারি থেকে উদ্ধার হয় প্রায় ২ কেজি হেরোইন, এছাড়াও একটি মোটর বাইক, পাচটি মোবাইল ও নগদ ৪ লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে পুলিশ সুত্রে খবর। এদিন হেরোইন গুলি মালদা জেলার কালিয়াচক থেকে তিনজন ব্যাক্তি লালগোলা বাসিন্দা মতিবুর রহমানকে দিতে এসেছিল বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে। ধৃত নাম মতিবুর রহমান বাড়ি লালগোলা, কবির আলি, কাতমুসাইয়া সেখ জহিরুল সেখ এদের তিনজনের বাড়ি মালদহ জেলার কালিয়াচক। এই ঘটনায় আর কেউ জরিত আছে কিনা তার তদন্তে নেমেছে পুলিশ