হোস্টেলের ছাদ থেকে পরে ছাত্রীর মৃত্যু ঘিরে রহস্য

হোস্টেলের ছাদ থেকে পরে ছাত্রীর মৃত্যু ঘিরে রহস্য। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানা এলাকার কালিয়াচক আবাসিক মিশনে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
জানা গিয়েছে,ওই ছাত্রীর নাম নাজনী খাতুন। সে কালিয়াচক আবাসিক মিশনের একদশ শ্রেণীর ছাত্রী। ছাত্রীটি ঐ স্কুলের হোস্টেলে থাকতো। বাড়ি চাঁচল থানার মালাহারে। মঙ্গলবার রাত্রিবেলা ওই ছাত্রীকে হোস্টেলের নিচে পড়ে থাকতে দেখে অন্যান্য ছাত্রীরা। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে প্রথমে কালিয়াচক শিলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে মালদা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হলে রাতে মালদা মেডিকেল কলেজে পৌঁছালে সিটিস্ক্যান ও এক্সেরে রিপোর্ট দেখে চিকিৎসকেরা তাকে কলকাতায় নিয়ে যেতে বলেন।রাত্রিবেলা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে মালদার একটি বেসরকারী নার্সিংহোমে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করে। এদিকে নাজনীর বাড়ির লোকেদের প্রশ্ন পাঁচতলার ছাদ পাঁচিল দিয়ে ঘেরা তা হলে কেমন করে সে পড়ে গেল। তারা এনিয়ে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ জানায়। তবে ঘটনা রহস্য দানা বাঁধতে শুরু করেছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।