দিল্লী – দেশের রাজধানীতে মহিলাদের নিরাপত্তা কোন তলানিতে গিয়ে পৌঁছেছে, ফের একবার তার প্রমাণ মিলল। খোদ জনবহুল এলাকাতেই নিজের বান্ধবীকে একের পর এক ছূরির আঘাতে রক্তাক্ত করল এক যুবক। তার পরে ওই ছুরি দিয়ে নিজেকে আঘাত করে আত্মঘাতী হওয়ার চেষ্টা চালাল। চোখের সামনে ওই নৃশংস ঘটনা সংগঠিত হতে দেখেও কোনও পথচারি এবং স্থানীয় বাসিন্দা আক্রান্ত তরুণীকে বাঁচাতে এগিয়ে আসেনি।পরে অবশ্য দুজনকেই উদ্ধার করে স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়। আক্রান্ত তরুণীর জ্ঞান ফিরলেও সঙ্কট কাটেনি।
দিল্লি পুলিশের এক আধিকারিক সোমবার (৭ এপ্রিল) সকালে জানিয়েছেন, গতকাল রবিবার রাত সাড়ে নয়টা নাগাদ দক্ষিণ-পশ্চিম দিল্লির কিরবি বাসস্টপের কাছে ওই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে। হামলাকারী যুবক নিজের বান্ধবীর উপরে আচমকাই ছুরি নিয়ে আক্রমণ শুরু করেন। প্রকাশ্য রাস্তায় মেয়েটির গলা, কাঁধ ও তলপেটে ছুরি দিয়ে পর পর আঘাত করতে থাকে। রক্তাক্ত অবস্থায় আক্রান্ত মেয়েটি সাহায্য চেয়ে আর্ত চিৎকার করে। কিন্তু পথচারি কিংবা স্থানীয দোকানদার-কেউই মেয়েটিকে বাঁচাতে ছুটে আসেননি। বান্ধবীকে ছুরির আঘাতে রক্তাক্ত করার পরে নিজেও আত্মহত্যার চেষ্টা চালায় যুবকটি। এক পথচারি ফোনে বিষয়টি পুলিশের কন্ট্রোল রুমে জানান। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় তরুণ-তরুণীকে উদ্ধার করে ডিডিইউ হাসপাতালে নিয়ে যায়।
কী কারণে নিজেরই বান্ধবীকে খুনের চেষ্টা চালাল যুবক তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। আক্রান্ত তরুণী সুস্থ হয়ে ওঠার পরেই আসল ঘটনা জানার চেষ্টা চালানো হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। ওই হামলার ঘটনা নিয়ে হামলাকারী অমিতের বিরুদ্ধে ইতিমধ্যেই ভারতীয় ন্যায় সংহিতার ১০৯ (০১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
