২১ জুলাইয়ের মঞ্চ থেকে দিল্লি দখলের বার্তা, বিজেপিকে কড়া হুঁশিয়ারি মমতার

২১ জুলাইয়ের মঞ্চ থেকে দিল্লি দখলের বার্তা, বিজেপিকে কড়া হুঁশিয়ারি মমতার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে শেষ ‘একুশে জুলাই’-এর মঞ্চ থেকে বিজেপি-শাসিত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে জনসমুদ্রে দাঁড়িয়ে তিনি ঘোষণা করেন, “এই একুশের মঞ্চ থেকেই দিল্লিতে সরকার উৎখাতের শিলান্যাস করলাম।”

মমতা বলেন, “২০২৬ শুধু বিধানসভা নির্বাচন নয়, এই ভোট দিল্লির দখলের প্রস্তুতি।” এদিন বিজেপির বিরুদ্ধে নির্বাচনী ষড়যন্ত্র, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া, এবং ভাষা ও সংস্কৃতির উপর আঘাতের অভিযোগ তোলেন তিনি। সতর্কবার্তায় বলেন, “ভোটার তালিকা থেকে যদি একজনের নামও বাদ যায়, নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করা হবে।”

এছাড়াও বেকারত্ব ইস্যুতে কেন্দ্রকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী দাবি করেন, রাজ্যে বেকারত্ব ৪০ শতাংশ কমেছে। “বিজেপি বলেছিল ২ কোটি চাকরি দেবে, তারা দিতে পারেনি। কিন্তু বাংলা দিয়েছে,”—বলেন মমতা।

স্বাস্থ্যসাথী, জব কার্ড, সেলফ হেল্প গ্রুপ ও দারিদ্র বিমোচন প্রকল্পের সাফল্য তুলে ধরে মমতা জানান, “বাংলার প্রতিটি উন্নয়ন সাধারণ মানুষের ঘাম-রক্তে নির্মিত, সেই গর্ব নিয়েই আমরা এগোচ্ছি।”

শেষে হুঁশিয়ারি দিয়ে বলেন, “বাংলায় যদি পরিবর্তন আনতে চায় বিজেপি, তবে আগে দিল্লির সরকার বদলাতে হবে। ২০২৬ শুধু ভোট নয়, হবে দিল্লি কাঁপানোর লড়াই।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top