২১ শে জুলাইয়ের প্রস্তুতিতে ঠাসা কর্মসূচীতে উপস্থিত থাকলেন ডোমকলের পুরপতি জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি সৌমিক হোসেন

 

কখনো ডোমকলের রাস্তায়, কখনো সীমান্তের রানীনগর জলঙ্গী।মঙ্গলবার দিনভর ২১ শে জুলাইয়ের প্রস্তুতিতে ঠাসা কর্মসূচীতে উপস্থিত থাকলেন ডোমকলের পুরপতি জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি সৌমিক হোসেন। এদিন  ডোমকলে যেমন দীর্ঘ পথ মিছিলে হাটলেন তেমনি তেজী বক্তব্যে ভোকাল টনিক দিলেন রানীনগর ও জলঙ্গীর সভায়। দুটি সভাতেই ছিল বিভিন্ন দলের যোগদান ও।দুটি সভায় মানুষের ভিড় ছিল চোখে পারার মতো l