২২ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের কাছে গন ডেপুটেশন দিলেন বাঁকুড়া শারীরিক সমিতির প্রতিবন্ধীরা

নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়া, ৩রা ডিসেম্বর :বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে পদযাত্রা করে ২২ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের কাছে গন ডেপুটেশন দিলেন বাঁকুড়া শারীরিক সমিতির প্রতিবন্ধীরা।

 

সোমবার বাঁকুড়া তামলিবাধ থেকে মাচানতলা হয়ে জেলাশাসকের দপ্তর পর্যন্ত মিছিল করে বাঁকুড়া শারীরিক সমিতির প্রতিবন্ধীরা। এরপর তারা জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করে । এদিন তাদের দাবির মধ্যে ছিল ১০০ দিনের কাজে তাদের নিয়োগ করতে হবে, ডিজিটাল রেশন কার্ডের মাধ্যমে তাদের সরকারি খাতায় নাম তোলাতে হবে, প্রধানমন্ত্রী আবাস যোজনা ও বাংলা আবাস যোজনা তাদের বাড়ির সুব্যবস্থা করা এবং সরকারি ও বেসরকারি বাসের প্রতিবন্ধীদের বিনা ভাড়ায় আসন সংরক্ষণ করতে হবে। মুখ্যমন্ত্রী যদিও মানবিক ভাতা দিয়েছেন কিন্তু ১০০০ টাকা তাদের পক্ষে অত্যন্ত কম। দিন গেলেও তাদের খামতি থেকে যায় প্রতি মাসে। তাদের এই দাবি মানা না হলে তারা রানী রাসমণি রোডে অনশন এর মাধ্যমে এক বৃহত্তর আন্দোলনের ডাক দেন তারা ।তারা এদিন মোট ২২ দফা দাবিতে জেলাশাসকের দপ্তরে ডেপুটেশন দেন।