৩৬-এ পড়লেন প্রিয়াঙ্কা চোপড়া

৩৬-এ পড়লেন প্রিয়াঙ্কা চোপড়া। ৩৫ পার করে তাই ৩৬-এর জন্মদিনটা বন্ধু নিক জোনাসের সঙ্গেই কাটাচ্ছেন বলিউডের ‘দেশি গার্ল’। জন্মদিন উপলক্ষে লন্ডনে পাড়ি দিয়েছেন প্রিয়াঙ্কা , আর সেখানেই জোনাস পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন অভিনেত্রী। জোনাস পরিবারও নিকের নতুন ‘গার্ল’-কে বেশ সুন্দরভাবেই অভ্যর্থনা করছেন।

 

 

হলিউডের পাশাপাশি বলিউডেও দাপিয়ে কাজ করছেন প্রিয়াঙ্কা চোপড়া। পরিচালক আলি আব্বাস জাফরের ‘ভরত’ দিয়েই বলিউডে কামব্যাক করছেন প্রিয়াঙ্কা চোপড়া। এই সিনেমায় প্রিয়াঙ্কা চোপড়ার বিপরীতে রয়েছেন সলমন খান। পাশাপাশি সলমন এবং প্রিয়াঙ্কার সঙ্গে এই সিনেমায় দিশা পাটানিও রয়েছেন। ইতিমধ্যেই ‘ভরত’-এর শুটিং শুরুও করে দিয়েছেন সলমন খান। তবে প্রিয়াঙ্কা কবে থেকে ‘ভরত’-এর শুটিং শুরু করবেন, সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি।