নিজস্ব সংবাদদাতা,বহরমপুর, ২৩শে নভেম্বর : ৪০ তম জন্মদিন পালন করলেন মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার শ্রী মুকেশ। ৩৯ পেড়িয়ে ৪০শে পা দিলেন জেলা পুলিশ সুপার শ্রী মুকেশ, শুক্রবার তার কার্যালয়ে জেলা পুলিশ সুপারের হাতে সাইন টিভির পক্ষ থেকেতুলে দেওয়া হয় ফুলের তোরা ও উপহার সামগ্রী। এই দিন জেলা পুলিশ সুপার তার কার্যালয়ে কেক কেটে তার জন্মদিন পালন করেন।সাইন টিভির পক্ষ থেকে আজ তার জন্মদিনে রইলো আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
শুক্রবার সকাল থেকে জেলা পুলিশ সুপারকে সম্বধর্না জানান জেলা পুলিশ প্রশাসনের কর্মী আধিকারিকে সহ বহু মানুষ l