সাথে ৬৮ লাখ টাকার ব্যাগ! চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ইমরান খানের বর্তমান স্ত্রীর বান্ধবী। ব্যাগের দাম ৬৮ লাখ টাকা। মালিক ইমরান খানের বর্তমান স্ত্রী বুশরা বিবির বান্ধবী ফারাহ খান। ভয়ে তিনি পালাচ্ছেন দেশ ছেড়ে দুবাইতে। সাথে সেই ৬৮ লাখ টাকার ব্যাগ। সব মিলিয়ে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এই ফারহা খান।
সম্প্রতি মুসলিম লিগ-নওয়াজ বা PML-N নেত্রী রোমিনা খুরশিদ আলম এই প্রসঙ্গে একটি টুইট করেন। আর তাতে ফারহার সেই সংশ্লিষ্ট ছবিটি। সাথে ক্যাপশনে রয়েছে, “ফারাহ খান, বুশরার এই মহিলা প্রতিনিধি পালিয়ে গিয়েছেন। ওঁর সঙ্গে যে ব্যাগটি রয়েছে, সেটির দাম ৯০ হাজার মার্কিন ডলার। হ্যাঁ। ওটার দাম নব্বই হাজার মার্কিন ডলার।“
সূত্রের খবর, ফারহা খানের বিরুদ্ধে নাকি দুর্নীতির অভিযোগ উঠেছে। অন্যদিকে ইমরান খানের চেয়ারও নড়বড়ে হয়েছে। তাই ঝুঁকি না নিয়ে রবিবারই পাকিস্তান ছেড়ে দুবাই পালান তিনি। আর তারপরই টুইটারে তাঁর একটি ছবি ছড়িয়ে পড়ে। তাতে দেখা যাচ্ছে, যে বিমানে ফারাহ সফর করছেন, সেটি এক কথায় বিলাবহুল! আর তাঁর পায়ের কাছে রাখা রয়েছে বেগুনি রঙের একটি ব্যাগ। সূত্রের দাবি, এই ব্যাগের দামই নাকি ৯০ হাজার মার্কিন ডলার!
আর ও পড়ুন টাকি রোডে নজরে সিসিটিভি, নাকা চেকিংয়ে গাঁজা ফেনসিডিল আটক
এই টুইট মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। বহু মানুষ সেটিকে রিটুইট করেন। অনেকেই কমেন্ট করেছেন। একজন টুইটার ইউজার যেমন লিখেছেন, “প্রাইভেট জেটে দুবাই যেতেই ৫০ হাজার মার্কিন ডলারের বেশি খরচ হয়।” এই ঘটনায় অনেকেই বড়সড় আর্থিক দুর্নীতির গন্ধ পাচ্ছেন। প্রসঙ্গত, ফারাহর স্বামী আগেই পাকিস্তান ছেড়ে পালিয়েছেন। এবার তিনিও পালালেন!
বিরোধীদের অভিযোগ, সরকারি আধিকারিকদের পছন্দ মাফিক জায়গায় বদলি করিয়ে দিতে তাঁদের কাছ থেকে মোটা টাকা ঘুষ নিতেন ফারাহ। এইভাবেই কোটি কোটি টাকা রোজগার করেছেন তিনি। সূত্রের দাবি, অন্তত ৬০০ কোটি (পাকিস্তানি মুদ্রায়) টাকার দুর্নীতি করেছেন ফারাহ। সেই কারণেই তাঁকে গ্রেফতারি এড়তে দেশ ছেড়ে পালাতে হয়েছে।