৭১তম ‘মিস ইউনিভার্স’ বিজয়ী হলেন মার্কিন তরুণী আর’বনি গ্যাব্রিয়েল

৭১তম ‘মিস ইউনিভার্স’ বিজয়ী হলেন মার্কিন তরুণী আর’বনি গ্যাব্রিয়েল। রবিবার (১৫ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের নিউ অরলিনসের আরনেস্ট এন মরিয়াল কনভেনশন সেন্টারে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ঘোষণা করা হয় এবারের বিজয়ীর নাম। প্রথম ও দ্বিতীয় রানারআপ হয়েছেন যথাক্রমে মিস ভেনিজুয়েলা অ্যামান্ডা ডুডামেল ও মিস ডমিনিক্যান রিপাবলিক আন্দ্রেইনা মার্টিনেজ। ‘মিস ইউনিভার্স ২০২২’ আসরে বিশ্বের ৮৪ দেশের প্রতিযোগী অংশ নিয়েছেন। আর’বনি গ্যাব্রিয়েলের বয়স ২৮ বছর।

 

তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাসের সান অ্যান্টনিওতে জন্মগ্রহণ করেছেন। গ্যাব্রিয়েল ২০১৮ সালে ফ্যাশন ডিজাইনের ওপর ডিগ্রি নিয়েছেন। মিস ইউনিভার্সের মাথায় যে মুকুট পরানো হয়েছে, সেটির মূল্য ৫ দশমিক ৩ মিলিয়ন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৫৫ কোটি ৩ লাখ ৪৮ হাজার টাকা। এতে ৯৯৩টি মূল্যবান পাথর ও ৪৫ দশমিক ১৪ ক্যারেট নীলকান্তমণি রয়েছে। প্রতিযোগিতার দীর্ঘ ৭১ বছরের ইতিহাসে এটিই সবচেয়ে দামি মুকুট।

আরও পড়ুন – প্রাথমিক শিক্ষা পর্ষদের সদর দফতরেই বড়সড় কেলেঙ্কারি ফাঁস!

উল্লেখ্য, ৭১তম ‘মিস ইউনিভার্স’ বিজয়ী হলেন মার্কিন তরুণী আর’বনি গ্যাব্রিয়েল। রবিবার (১৫ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের নিউ অরলিনসের আরনেস্ট এন মরিয়াল কনভেনশন সেন্টারে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ঘোষণা করা হয় এবারের বিজয়ীর নাম। প্রথম ও দ্বিতীয় রানারআপ হয়েছেন যথাক্রমে মিস ভেনিজুয়েলা অ্যামান্ডা ডুডামেল ও মিস ডমিনিক্যান রিপাবলিক আন্দ্রেইনা মার্টিনেজ। ‘মিস ইউনিভার্স ২০২২’ আসরে বিশ্বের ৮৪ দেশের প্রতিযোগী অংশ নিয়েছেন। আর’বনি গ্যাব্রিয়েলের বয়স ২৮ বছর।

 

তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাসের সান অ্যান্টনিওতে জন্মগ্রহণ করেছেন। গ্যাব্রিয়েল ২০১৮ সালে ফ্যাশন ডিজাইনের ওপর ডিগ্রি নিয়েছেন। মিস ইউনিভার্সের মাথায় যে মুকুট পরানো হয়েছে, সেটির মূল্য ৫ দশমিক ৩ মিলিয়ন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৫৫ কোটি ৩ লাখ ৪৮ হাজার টাকা। এতে ৯৯৩টি মূল্যবান পাথর ও ৪৫ দশমিক ১৪ ক্যারেট নীলকান্তমণি রয়েছে। প্রতিযোগিতার দীর্ঘ ৭১ বছরের ইতিহাসে এটিই সবচেয়ে দামি মুকুট।