অকাল বৃষ্টিতে ভিজবে বাংলা, কবে হবে বৃষ্টি? জানুন। রাজ্যে দেখা দিয়েছে ফের পশ্চিমী ঝঞ্ঝার ভ্রুকুটি। রাজ্কয থেকে কনকনে ঠান্ডা উধাও। সপ্তাহের শুরুতেই অকাল বৃষ্টিতে ভিজবে গোটা বাংলা। পূর্ব ভারতে তৈরি হয়েছে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা। বঙ্গোপসাগর থেকে হু হু করে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। যার ফলে আগামী বুধবার থেকে ফের বৃষ্টি নামবে রাজ্যে। হাওয়া অফিস জানিয়েছে, ১১ জানুয়ারি অর্থাৎ, মঙ্গলবার হালকা বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। শুক্রবার পর্যন্ত উত্তর ও দক্ষিণ দুই প্রান্তেই মাঝারি বৃষ্টিপাত হবে। তবে দক্ষিণবঙ্গেই বেশি বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে। যার ফলে পৌষ সংক্রান্তিতে রাজ্যে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে।এদিকে আবহাওয়ার খামখেয়ালিপনা আরও কয়েকদিন চলবে বলেই জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। তবে রাজ্যে খুব শিগগিরই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা কম। এমনকী, সেভাবে আর জাঁকিয়ে শীত পড়বে কিনা তা নিয়েও আশঙ্কা রয়েছে।
তবে পশ্চিমী ঝঞ্ঝা কাটলে মাঘের শুরুতে ফের তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। এদিকে ধীরে ধীরে চড়ছে পারদ। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি বেশি। আবহাওয়া দপ্তর বলছে, আগামী ২৪ ঘণ্টায় শহরের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ও ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
আর ও পড়ুন কাজাখস্তানে বিক্ষোভকারীদের দেখা মাত্র সেনাকে গুলির নির্দেশ
উল্লেখ্য, রাজ্যে দেখা দিয়েছে ফের পশ্চিমী ঝঞ্ঝার ভ্রুকুটি। রাজ্কয থেকে কনকনে ঠান্ডা উধাও। সপ্তাহের শুরুতেই অকাল বৃষ্টিতে ভিজবে গোটা বাংলা। পূর্ব ভারতে তৈরি হয়েছে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা। বঙ্গোপসাগর থেকে হু হু করে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। যার ফলে আগামী বুধবার থেকে ফের বৃষ্টি নামবে রাজ্যে। হাওয়া অফিস জানিয়েছে, ১১ জানুয়ারি অর্থাৎ, মঙ্গলবার হালকা বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। শুক্রবার পর্যন্ত উত্তর ও দক্ষিণ দুই প্রান্তেই মাঝারি বৃষ্টিপাত হবে। তবে দক্ষিণবঙ্গেই বেশি বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে। যার ফলে পৌষ সংক্রান্তিতে রাজ্যে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে।এদিকে আবহাওয়ার খামখেয়ালিপনা আরও কয়েকদিন চলবে বলেই জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। তবে রাজ্যে খুব শিগগিরই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা কম। এমনকী, সেভাবে আর জাঁকিয়ে শীত পড়বে কিনা তা নিয়েও আশঙ্কা রয়েছে।