বিনোদন – ব্যক্তিগত জীবনে নানা টানাপোড়েন থাকলেও যিশু সেনগুপ্তের পেশাগত উত্থানে কোনও প্রভাব পড়েনি। বহুদিন আগেই টলিউড ছাড়িয়ে তিনি নিজের জায়গা তৈরি করেছেন বলিউডে। ওয়েব সিরিজ থেকে হিন্দি ছবিতে তাঁর অভিনয় বারবার প্রশংসা কুড়িয়েছে দর্শকদের থেকে। আগেই জানা গিয়েছিল রোহিত শেট্টির পরিচালনায় কাজ করতে চলেছেন যিশু। এবার সামনে এলো আরও এক নতুন তথ্য।যিশু এখন শ্যুটিং করছেন পরিচালক প্রিয়দর্শনের ‘ভূত বাংলা’ ছবির জন্য, যেখানে মুখ্য ভূমিকায় রয়েছেন অক্ষয় কুমার। আর সেখান থেকেই একটি ছবি পোস্ট করতেই নেটদুনিয়ায় শুরু হয় আলোচনা। অক্ষয়ের কাঁধে হাত রেখে হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন যিশু, সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্যাপশন দিয়েছেন, “সেটে এক দারুণ মুহূর্ত”।
ছবিটি দেখে গায়িকা ইমন চক্রবর্তী কমেন্ট বক্সে লিখেছেন, “আমার হয়ে অক্ষয়কে একটা হাই বলে দিও!” শুধু ইমনই নন, টলিউডের আরও অনেক তারকাকেই কমেন্টে উৎসাহ দিতে দেখা গিয়েছে।এই মুহূর্তে যিশু বাংলা, হিন্দি ও দক্ষিণী—তিন ইন্ডাস্ট্রিতেই সমান জনপ্রিয়। বলিউডে তিনি ‘মরদানি’, ‘মণিকর্ণিকা’, ‘বরফি’, ‘পিকু’, ‘শকুন্তলা দেবী’-র মতো ছবিতে কাজ করেছেন। ওয়েব সিরিজ ‘ট্রায়াল’-এও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। বিদ্যা বালন, রানি মুখোপাধ্যায়, কঙ্গনা রানাউতের বিপরীতে স্বামী বা গুরুত্বপূর্ণ পুরুষ চরিত্রে তাঁকে দর্শক দেখেছেন একাধিকবার।তবে অক্ষয় কুমারের সঙ্গে এটি তাঁর প্রথম স্ক্রিন শেয়ার। বলিউডের খিলাড়ির সঙ্গে যিশুর এই জুটিকে ঘিরে কৌতূহলও তুঙ্গে।
