অক্ষয় কুমার ও ধনুষ দুজনের সঙ্গেই প্রেমে মত্ত সারা আলি খান

অক্ষয় কুমার ও ধনুষ দুজনের সঙ্গেই প্রেমে মত্ত সারা আলি খান

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

২৩ ফেব্রুয়ারি, সম্প্রতি যেসব তারকা সন্তানরা বলিউডে অভিষেক করেছেন তাঁদের মধ্যে অন্যতম হল সইফ আলি খান কন্যা সারা আলি খান। সকলের কাছেই বেশ প্রিয় হয়ে উঠেছেন সারা আলি খান। তারসাথে তাঁকে নিয়ে বহুবার বহু কথা উঠে এসেছে। অভিনয়ে পা রাখার আগে তেমন জনপ্রিয় না হলেও বলিউডে এসেই তাঁর জনপ্রিয়তা হু হু করে বাড়তে শুরু করে।

ইতিমধ্যে বহুজন তাঁর প্রেম-সম্পর্ক বহু মন্তব্য করেছেন, যা নিয়ে বহু কথা তুলেছেন নেতিজনেরা। ইতিমধ্যেই রণবীর সিং, বরুণ ধাওয়ান, কার্তিক আরিয়ানের মতো জনপ্রিয় ও সফল অভিনেতাদের সঙ্গে কাজ করে ফেলেছেন সারা। তাঁর প্রতিটা ছবিই বক্সঅফিসে বেশ সাফল্যও পেয়েছে। অভিনয়ের পাশাপাশি নিজের নম্র আচরণ দিয়েও নেটিজেনদের মন জয় করে নিয়েছেন সইফ কন্যা। সোশ্যাল মিডিয়াতে তাঁর ফ্যান ফলোয়িং দেখবার মতো।

এবার অক্ষয় কুমার ও ধনুষের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন সারা আলি খান। দুজনের মাঝে ছবি তুলেও শেয়ার করেছিলেন তিনি। এবার জানা গিয়েছে আরও সে-সম্পর্কে বিস্তারিত। সারা, অক্ষয় ও ধনুষ অভিনীত অতরঙ্গি রে ছবিটিতে সারাকে দেখা যাবে দ্বৈত চরিত্রে। ক্রস কালচারাল লাভ স্টোরি উঠে আসবে এই ছবিতে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top