“অখন্ডতার জন্য আন্দোলনের হুশিয়ারী”, সাংবাদিক বৈঠকে বললেন অভিজিৎ। বিজেপি যেভাবে উত্তরবঙ্গকে আলাদা রাজ্যের দাবি তুলেছে, এই দাবির ধিক্কার জানিয়ে আমরা বাংলার অখণ্ডতার জন্য আন্দোলন সংঘটিত করবো। এই প্রেক্ষাপট থেকে তৃণমূল কংগ্রেস আগামী ৬ই সেপ্টেম্বর একটি ধিক্কার মিছিল বের করবে বলে জানান কোচবিহার তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক।
তৃণমূল কংগ্রেসের বিভিন্ন সংগঠনের নবনির্বাচিত ব্লক সভাপতিদের নিয়ে সাংগঠনিক বর্ধিত আলোচনা সভা ও সাংবাদিক বৈঠক করলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব ভৌমিক। এই সাংগঠনিক সভা ও সাংবাদিক বৈঠক থেকে তিনি বাংলার অখন্ডতার জন্য আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। সোমবার কোচবিহারের সুনীতি রোডের এক হোটেলের কনফারেন্স হলে এই সাংগঠনিক সভা ও সাংবাদিক বৈঠক করেন জেলা সভাপতি। এদিন তৃণমূল কংগ্রেসের সি.এস.,এস.টি.,ও.বি.সি. সেল, মাইনোরিটি সেল, কিষাণ খেত মজদুরের জেলা ও ব্লক সভাপতি থেকে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষক সংগঠনের সভাপতি ও সকল সার্কেলের সভাপতিদের নিয়ে একটি সাংগঠনিক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনার শেষে সাংবাদিক বৈঠক থেকে অভিজিৎ বাবু বলেন, বিজেপি স্বরাষ্ট্র দপ্তর থেকে যেভাবে বুলডোজারের মতো নিজেদের আক্রমণ শানাচ্ছে, সে বিষয়ে আমরা লাগাতার আন্দোলনের মধ্য দিয়ে এই অশনি প্রেক্ষাপটকে রুখে দিতে সদা প্রস্তুত। ডান বাম বিভিন্ন সময়ে এই দাবি কোনোভাবেই মান্যতা পায়নি, আর এবারেও সেই দাবি কোন ভাবেই মান্যতা পাবে না, তার জন্য যতবড় আন্দোলন গড়ে তোলা সম্ভব তৃণমূল কংগ্রেস সেই পথেই হাঁটবে বলে জানান, জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক।
আরও পড়ুন – বনদপ্তরের অনুমতি না নিয়ে শিক্ষা দপ্তর কাটল বিরাট অশ্বত্থ গাছ, চাঞ্চল্য রায়গঞ্জে
প্রসঙ্গত, কামতাপুরি, রাজবংশী সহ বিভিন্ন সংগঠন বাংলা ভাগের জন্য সরব হয়েছিলেন, যাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন বিজেপি বিধায়ক থেকে শুরু করে সাংসদরা। উত্তরবঙ্গকে ভাগের জন্য বিচ্ছিন্নতাবাদী সংগঠনকে মদত দিয়ে বিজেপি বাংলাকে ভাগ করার একটি নোংরা চক্রান্ত করছেন বলে অভিযোগ। যদিও বাংলা ভাগ চক্রান্ত বাংলার সাধারণ মানুষ কোনভাবেই মেনে নিতে পারছে না। রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে রাজ্যের শাসকদলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় উওরবঙ্গের সভা থেকে উত্তরবঙ্গ ভাগের বিরুদ্ধে সরব হয়েছিলেন।
এবার চক্রান্তের বিরুদ্ধেই সরব কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তারা অখন্ডতার জন্য কোচবিহার সহ গোটা উত্তরবঙ্গ জুড়ে আন্দোলন গড়ে তুলবে বলে এদিন সাংবাদিক বৈঠকে জানান জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।