নদীয়া – নদীয়ার নবদ্বীপের একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা ভারতী সাহা রায় শনিবার সন্ধ্যায় গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে।পুলিশ ও পরিবার সূত্রে জানতে পারা যায়, মৃত ওই শিক্ষিকার বাড়ি নবদ্বীপ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের পাকাটোল রোড এলাকায়। সূত্রের খবর শনিবার সন্ধ্যায় মাকে নিয়ে পোড়ামাতলায় যায় কিছু কেনাকেটা করতে ভারতী সাহা রায় নামক ওই শিক্ষিকা।সেখানে কেনা কাটা করার পর মাকে হেঁটে বাড়ী আসতে বলে নিজে সাইকেল চালিয়ে বাড়িতে ফিরে আসে,এরপর ঘরের দরজা বন্ধ করে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। বাড়িতে ফিরে ওই শিক্ষিকার মা এই দৃশ্য দেখে চিৎকার করে মূর্ছা যান।
খবর পেয়ে ওই রাতেই ঘটনাস্থলে আসে নবদ্বীপ থানার পুলিশ,এবং আশঙ্কাজনক অবস্থায় ঐ শিক্ষিকাকে উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করে। সামগ্রিক এই ঘটনায় এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া। মৃত শিক্ষিকার মামা জানান,কি থেকে কি হয়ে গেল বোঝা যাচ্ছে না,তিনি জানান,ভাগ্নি নবদ্বীপের একটি বেসরকারি স্কুলের স্থায়ী শিক্ষিকা ছিল।
