অগ্নিপথ নিয়ে কি বললেন অধীর রঞ্জন চৌধুরী? আজ মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কেন্দ্রের বিজেপি সরকারের আনীত অগ্নিপথ বা অগ্নিবীর যে প্রকল্প এই প্রকল্প যেদিন ঘোষণা করেছে সেই দিনই আমরা এর বিরোধিতা করেছি এবং আজও করছি বললেন অধীর চৌধুরী। তিনি বলেন আমরা এই বিরোধিতা করার কারন গুলো আগেই বারবার করে স্পষ্ট করে দিয়েছি, শুধু আমরা নই ভারতবর্ষের যারা সামরিক বাহিনী স্থল-বিভাগ নৌ বিভাগ প্রাক্তন বিশেষজ্ঞরা এই প্রকল্পের বিরোধিতা করছেন।
আরও পড়ুন – রানাঘাটে ‘মন কি বাত’ এ উপস্থিত হয়ে শাসক দলকে নিশানা দিলীপের
তিনি বলেন ভারতবর্ষের সামরিক বাহিনীতে প্রতিবছর ৫৫ হাজার কর্মী অবসর নেন। এই প্রক্রিয়া যুগ যুগ ধরে চলে আসছে কারণ এই বিশাল ভারত বর্ষ তার প্রতিটি বর্ডারে তাকে সামলাতে হয় স্বাভাবিকভাবে এত বড় দেশকে রক্ষা করার ক্ষেত্রে আমাদের সামরিক বাহিনীর প্রয়োজন। ভারতবর্ষের সেনাবাহিনীর বীরত্বর কথা সারা বিশ্বে স্বীকৃতি। হঠাৎ করে ভারতবর্ষের সরকার তার সেনাবাহিনীর ব্যয় কমানোর জন্য এই সরকার বলছে আমরা সেনাবাহিনীর সুযোগ-সুবিধে পেনশন আমরা আর্থিক সংকটের কারণে দিতে পারছি না তাই সরকার আর্থিক সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য ভারতবর্ষের সামরিক বাহিনীর উপর তারা একটা অপারেশন করতে চাইছে।
অধীর চৌধুরী বলেন দিদি আর মোদির মধ্যে কোন ফারাক নেই দিদি যেমন কংগ্রেসের কিছু রাখতে দিবে না, অধীর বলেন আমরা যদি বহরমপুর পৌরসভার জিতে যেতাম তাহলে মেরে কেড়ে নিতো এরকম সারা পশ্চিমবঙ্গ জুড়েই দিদি করছে আর মোদী যেটা করছে সেটা দেশজুড়ে, দিদি করছে প্রদেশজুড়ে লক্ষ্য এক ভাবনা এক চিন্তা এক, নাম আলাদা, জেন্ডার আলাদা, রাজনৈতিক রং আলাদা, একই মুদ্রার এপিঠ আর ওপিঠ দিদি আর মোদী।