নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ৩১ ডিসেম্বর, মাত্র ২৪ ঘন্টা হয়েছে বাজারে নেমেছে নতুন পেঁয়াজ। দেদার চাহিদা তুরস্ক থেকে নতুন গেরুয়া পেঁয়াজের।
এতদিন বীরভূমের সিউড়ির সবজি বাজারে দেখা যেত লাল পেঁয়াজ। আজ থেকে সবজি বাজারে নেমেছে নতুন “গেরুয়া পেঁয়াজ”। ব্যাপারীরা বলছে তুরস্ক থেকে আনা হয়েছে এই পেঁয়াজ।যা কিনতে রীতিমতো ভীর সিউড়ির বাজারে।
অন্যান্য পেঁয়াজের থেকে এই পেঁয়াজের রং আলাদা, স্বাদ খানিকটা আলাদা, আবার দামটাও অনেকটা কম। বিশেষ করে রেস্টুরেন্ট ও বিভিন্ন খাবার দোকানে দেদার বিকোচ্ছে এই পেঁয়াজ। পাশাপাশি রং আলাদা হওয়ায় সাধারণ মানুষও কিনছেন এই পেঁয়াজ।যারা এই পেঁয়াজ কিনছেন তারাও জানিয়েছে এই পেঁয়াজের রং অনেকটা আলাদা।নতুন পেঁয়াজ দেখেই তাঁদের কেনা।