উদ্ধার ৭ ফুট লম্বা অজগর, এলাকায় ব্যাপক চাঞ্চল্য। গোপীবল্লভপুরে ফের উদ্ধার হল ৭ ফুট লম্বা একটু পাইথন। এদিন বিকালে ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের ধরমপুর গ্রামের আদিত্য রানা নামে এক ব্যক্তির বাড়ির খড়ের গাদায় এই পাইথনটিকে দেখতে পান পরিবারের এক সদস্য।
প্রথমে খড়ের গাদায় বিশালাকায় একটি সাপ দেখে পরিবারের সবাই আতঙ্কিত হয়ে পড়েন। স্থানীয়রা জড়ো হয়ে জানতে পারেন সাপটি আদতে পাইথন। তখন খবর দেওয়া হয় ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের বন দফতরে। গোপীবল্লভপুর ও হাতিবাড়ি বন দফতরের কর্মীরা এসে সাপটিকে উদ্ধার করে হাতিবাড়ি নিয়ে যান।
বনদপ্তরে এক আধিকারিক জানান,সাপটি দৈর্ঘে প্রায় ৭ ফুট লম্বা, সাপটি ধর্মপুর গ্রাম থেকে উদ্ধার হয়েছে সাপটি পুনরায় জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। তবে কয়েকমাস আগে গোপীবল্লভপুরের বাকড়া গ্রামে এরকমই একটি পাইথন উদ্ধার হয়েছিল। আবার এদিন ধরমপুর গ্রামে পাইথন উদ্ধার হওয়ায় এলাকার মানুষের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক।
আর ও পড়ুন সুপারসনিক মিসাইলের সফল উৎক্ষেপণ
উল্লেখ্য, উদ্ধার ৭ ফুট লম্বা অজগর, এলাকায় ব্যাপক চাঞ্চল্য। গোপীবল্লভপুরে ফের উদ্ধার হল ৭ ফুট লম্বা একটু পাইথন। এদিন বিকালে ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের ধরমপুর গ্রামের আদিত্য রানা নামে এক ব্যক্তির বাড়ির খড়ের গাদায় এই পাইথনটিকে দেখতে পান পরিবারের এক সদস্য। প্রথমে খড়ের গাদায় বিশালাকায় একটি সাপ দেখে পরিবারের সবাই আতঙ্কিত হয়ে পড়েন।
স্থানীয়রা জড়ো হয়ে জানতে পারেন সাপটি আদতে পাইথন। তখন খবর দেওয়া হয় ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের বন দফতরে। গোপীবল্লভপুর ও হাতিবাড়ি বন দফতরের কর্মীরা এসে সাপটিকে উদ্ধার করে হাতিবাড়ি নিয়ে যান। বনদপ্তরে এক আধিকারিক জানান,সাপটি দৈর্ঘে প্রায় ৭ ফুট লম্বা, সাপটি ধর্মপুর গ্রাম থেকে উদ্ধার হয়েছে সাপটি পুনরায় জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। তবে কয়েকমাস আগে গোপীবল্লভপুরের বাকড়া গ্রামে এরকমই একটি পাইথন উদ্ধার হয়েছিল। আবার এদিন ধরমপুর গ্রামে পাইথন উদ্ধার হওয়ায় এলাকার মানুষের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক।