শান্তিপুরে উদযাপিত হল প্রয়াত জননেতা অজয় দের জন্মবার্ষিকী

শান্তিপুরে উদযাপিত হল প্রয়াত জননেতা অজয় দের জন্মবার্ষিকী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

শান্তিপুরে উদযাপিত হল প্রয়াত জননেতা অজয় দের জন্মবার্ষিকী। শুক্রবার শান্তিপুরের জননেতা তথা শান্তিপুরের প্রাক্তন বিধায়ক, এবং চেয়ারম্যান প্রয়াত অজয় দের জন্মবার্ষিকী। এই উপলক্ষে প্রয়াত নেতার আবক্ষ মূর্তিতে মাল্যদান করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাউন্সিলর প্রশান্ত গোস্বামী আইএনটিটিইউসি নেতৃত্ব সনৎ চক্রবর্তী, প্রয়াত জননেতা ভাই গৌতম দে সহ আপামর তৃণমূল কর্মী সমর্থকরা।

 

এই জন্মবার্ষিকী উপলক্ষে শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী একটু আবেগঘন হয়ে পড়েন। তিনি জানালেন প্রয়াত জননেতা অজয় দে তার কাছে পিতৃসম ছিলেন। তার রাজনৈতিক জীবনে পদার্পণ এবং বিভিন্ন ক্ষেত্রে অজয় দের অবদান আজ তাকে রাজনৈতিক অভিজ্ঞ করে তুলেছে।

 

পাশাপাশি তিনি আরও বলেন, খুব মনে পড়ছে বিগত দিনের জন্মদিনের কথা, একগাল হেসে অজয় বাবু বলেছিলেন, “বুড়ো বয়সে আর জন্মদিন কিসের” । তিনি আরো বলেন শান্তিপুরের মানুষ এই জন্মবার্ষিকী কে ঐতিহাসিক জন্মবার্ষিকী বলেই আখ্যা দেন, তার কারণ তিনি শান্তিপুরের মানুষের মনের মানুষ ছিলেন।

প্রসঙ্গত, গত বছর ২১ মে করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হন প্রাক্তন বিধায়ক, শান্তিপুর পুরসভার তৎকালীন প্রকাশক অজয় দে।

আর ও পড়ুন     পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে গান বেঁধেছে মালদার গম্ভীরা দল

উল্লেখ্য,শুক্রবার শান্তিপুরের জননেতা তথা শান্তিপুরের প্রাক্তন বিধায়ক, এবং চেয়ারম্যান প্রয়াত অজয় দের জন্মবার্ষিকী। এই উপলক্ষে প্রয়াত নেতার আবক্ষ মূর্তিতে মাল্যদান করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাউন্সিলর প্রশান্ত গোস্বামী আইএনটিটিইউসি নেতৃত্ব সনৎ চক্রবর্তী, প্রয়াত জননেতা ভাই গৌতম দে সহ আপামর তৃণমূল কর্মী সমর্থকরা। এই জন্মবার্ষিকী উপলক্ষে শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী একটু আবেগঘন হয়ে পড়েন। তিনি জানালেন প্রয়াত জননেতা অজয় দে তার কাছে পিতৃসম ছিলেন। তার রাজনৈতিক জীবনে পদার্পণ এবং বিভিন্ন ক্ষেত্রে অজয় দের অবদান আজ তাকে রাজনৈতিক অভিজ্ঞ করে তুলেছে।

 

পাশাপাশি তিনি আরও বলেন, খুব মনে পড়ছে বিগত দিনের জন্মদিনের কথা, একগাল হেসে অজয় বাবু বলেছিলেন, “বুড়ো বয়সে আর জন্মদিন কিসের” । তিনি আরো বলেন শান্তিপুরের মানুষ এই জন্মবার্ষিকী কে ঐতিহাসিক জন্মবার্ষিকী বলেই আখ্যা দেন, তার কারণ তিনি শান্তিপুরের মানুষের মনের মানুষ ছিলেন।

প্রসঙ্গত, গত বছর ২১ মে করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হন প্রাক্তন বিধায়ক, শান্তিপুর পুরসভার তৎকালীন প্রকাশক অজয় দে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top