নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর,৫ই জুলাই : গভীর রাতে অজানা জন্তুর বিকট আওয়াজ আর পরদিনই সকালে গ্রামের পাশে জঙ্গল লাগোয়া মাঠে জন্তুর পায়ের ছাপ দেখে আতঙ্ক ছড়াল। গ্রামবাসীরাই খবর দেয় বনদপ্তরে। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার রামগড় গ্রামের। রামগড় এলাকার আগের জঙ্গল গড়বেতার আঁধারনয়ন বিটের আঁধারনয়ন জঙ্গল। স্থানীয়দের দাবী, রাতে কুকুরের চিৎকারের পাশাপাশি গর্জনও শুনতে পাওয়া যায়। রাতে ভয়ে বাড়ি থেকে না বেরিয়ে সকালে বাড়ির পাশে মাঠে গিয়ে দেখা যায় জন্তুর পায়ের ছাপ।
ছাপ দেখেই মুহুর্তে গ্রামে রটে যায় বাঘের ছাপ হিসাবে। খবর পেয়েই এলাকায় পৌঁছয় ধামকুড়িয়া ও পাশের বিট আঁধারনয়ন বিটের দুই বিট অফিসার, চন্দ্রকোনা রোড রেঞ্জের রেঞ্জার সহ চন্দ্রকোনা ২ নং ব্লকের জয়েন্ট বিডিও ও পুলিশ। রেঞ্জার নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য পাঠান। প্রাথমিক ভাবে বনদপ্তরের অনুমান নেকড়ে জাতীয় কোনও জন্তুর পায়ের ছাপ হলেও হতে পারে। তবে রিপোর্ট না আসা পর্যন্ত স্পষ্ট করে কিছু বলতে নারাজ বনদপ্তরের আধিকারিকরা।