
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর:- অশরীরী আত্মা নাকি অজানা প্রাণীর আক্রমণ বুঝে উঠতে পারছেনা গোটা গ্রাম।দিন হোক বা রাত অজানা কোনও প্রাণী বা জন্তুর আক্রমণের শিকার গ্রামের একাধিক শিশু,ভয়ে সিঁটিয়ে গ্রামের শিশুরা তটস্থ বড়োরাও।এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটে চলেছে গত তিনদিন ধরে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা-১ ব্লকের মনোহরপুর ১ নং গ্রাম পঞ্চায়েতের নির্ভয়পুর গ্রামের দাস পাড়ায়।দিন হোক বা রাত, গ্রামের পাশের শিলাবতী নদীর ঘাটে খালি লম্বা লম্বা নখ যুক্ত একটি সাদা রংয়ের বড়ো হাতের মতো কিছু আক্রমণ করে আঁচড় মেরে ঘায়েল করছে শিশু থেকে বড়দের।কয়েকজন আঁচড়ের চোটে ঘায়েলও হয়েছে বলে দাবী।গত তিনদিন ধরে চলে আসছে এমন ভৌতিক ঘটনা দাবি গ্রামের মানুষের।।যদিও গ্রামবাসীদের কথায় তারা সরাসরি এনিয়ে স্থানীয় প্রশাসনের কাউকে বিষয়টি জানায়নি।



















