উত্তর ২৪ পরগনা:- ব্যারাকপুরে মহকুমার ঘোলা থানার অন্তর্গত বোধীকানন অঞ্চলে বৃহষ্পতিবার রাতে রাস্তার ধারে এক বয়স্ক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। সাথে সাথেই খবর দেওয়া হয় পাশে থাকা স্থানীয় পৌর সভার ওয়ার্ড কো-অর্ডিনেটর প্রদীপ বড়ুয়াকে। ঘটনাস্থলে এসে প্রদীপ বড়ুয়া খবর দেন ঘোলা থানাতে। কিছুক্ষনের মধ্যেই স্থানীয় বাসিন্দারা খোঁজ খবর নিয়ে ওই ব্যক্তিকে চিহ্নিত করতে পারেন।

স্থানীয় সূত্রে জানা যায় ওই ব্যক্তি বছর ৭২’র ভবেশ রায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ভবেশ রায়ের মেয়ে মুনমুন রায়। তিনি ঘোলা থানার পুলিশের সহযোগিতায় অচৈতন্য অবস্থায় ওই ব্যক্তিকে পানিহাটি রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। তবে মৃত্যুর কারণ নিয়ে ধন্দে রয়েছে পরিবার ও পুলিশ। ময়না তদন্তের জন্য বৃদ্ধের মৃতদেহ ব্যারাকপুর পুলিশ মর্গে পাঠানো হয়েছে।