নিজস্ব সংবাদদাতা, মুম্বাই, ৬ জুলাই :- অজয় দেবগন আবার প্রযোজনায়, তাঁর নতুন হিন্দি ছবিতে জায়গা করে নিল লাদাখের গালওয়ান উপত্যকা।ভারত ও চীনা সেনার সাম্প্রতিক সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে তাঁর এই নতুন ছবি । যদিও ছবির নাম বা কাস্টিং কোনোটাই চূড়ান্ত হয়নি এখনো । গালওয়ানে চীনা সেনার মোকাবিলায় বীর ভারতীয় সেনার বলিদানের কথাই থাকবে এই ছবিতে। নির্মাতাদের তরফে ছবির শ্যুটিং সংক্রান্ত তথ্য জানানো হবে চিত্রনাট্য এবং কাস্টিংয়ের কাজ শেষ হলে । যদিও নেটিজেনদের মধ্যে অনেকেই আলোচনা করছেন এই ছবির কাস্টিং নিয়ে। অনেকেই মনে করছেন, ছবিতে হয়তো একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন অজয় দেবগন নিজেই। কিন্তূ এই প্রসঙ্গে তিনি কোনওরকম মন্তব্য করেননি।
অজয় দেবগন আবার প্রযোজনায়
অজয় দেবগন আবার প্রযোজনায়
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram