
নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ১৬ ই জানুয়ারী : রাতের বেলা হামলার প্রতিবাদে বিক্ষোভ শুরু পড়ুয়াদের। বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্য্যালয়ের গেট আটকে চূড়ান্ত ক্ষোভ উগড়ে দিচ্ছেন পড়ুয়ারা। হামলাকারীদের পাশাপাশি উপাচার্যের বিরুদ্ধেও সমান ক্ষোভ উগড়ে দিচ্ছেন পড়ুয়ারা। পড়ুয়াদের অভিযোগ, উপাচার্যের মদতেই এত বেপরোয়া হয়ে ঊঠেছে এবিভিপির দুষ্কৃতিরা। হামলাকারি অচিন্ত্য বাগদি, সাবির আলি, সুলভ কর্মকার প্রভৃতিরা মদ্যপ অবস্থায় হস্টেল ও হাসপাতালের ভেতরে ঢুকে তান্ডব চালানোর সাহস পেয়েছে। আক্রান্ত ছাত্রদের তরফে অভিযোগ করা হয়েছে থানায়। পুলিস জানিয়েছে, সুনির্দিষ্ট অভিযোগের ভীত্তিতে অচিন্ত্য বাগদি ও সাবির আলিকে গ্রেপ্তার করা হয়েছে৷
বিশ্ব ভারতের পড়ুয়াদের অভিযোগ যে দুইজন গ্রেপ্তার হয়েছে শুধু তারাই নয় এদের সাথে সাথে মুখে কালো কাপড় বেঁধে আরো অনেকেই ছিল যারা ছাত্রদের ওপর হামলা চালিয়েছে। সকলকেই গ্রেপ্তার করতে হবে এবং পুলিশ যেন যথাযথ ব্যবস্থা নেয় অভিযুক্তদের বিরুদ্ধে।



















