দক্ষিন 24 পরগণা – নামখানার এক BLO অতিরিক্ত কাজের চাপ সহ্য করতে না পেরে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। গতকাল রাতে তাঁকে গুরুতর অবস্থায় PG হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানা গেছে।
পরিস্থিতির খবর পেয়ে BLO অধিকার রক্ষা কমিটির সদস্যরা PG হাসপাতালে পৌঁছচ্ছেন। তাঁরা আক্রান্ত BLO-র ছেলে ও পরিবারের পাশে থেকে মানসিক সমর্থন দিচ্ছেন এবং পরিস্থিতির ওপর নজর রাখছেন।




















