নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ১৪ জানুয়ারি, পঞ্চম শ্রেণীতে ভর্তি নিচ্ছে না, এমনই অভিযোগ করেন অভিভাবকরা। স্কুল কর্তৃপক্ষের এরূপ গাফিলতির অভিযোগ তুলে স্কুলের গেটে তালা মেরে দিল পঞ্চম শ্রেণীতে ভর্তি হতে না পারা ছাত্রীদের অভিবাবকরা।
জানা গিয়েছে, মঙ্গলবার সকাল থেকেই উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতের কালী কৃষ্ণ গার্লস হাই স্কুলের পঞ্চম শ্রেণীতে ভর্তিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। ওই স্কুলের প্রাথমিক বিভাগ ১৫৪ জন ছাত্রীকে অবিলম্বে ভর্তির দাবি জানায় অভিভাবকরা। কিন্তু কালীকৃষ্ণ স্কুলের প্রধান শিক্ষিকা মৌসুমী সেনগুপ্তের দাবি ঐ স্কুলের ১০০ জন ছাত্রীকে তিনি ভর্তি করতে পারেন। কারন স্কুলের পরিকাঠামো অনুযায়ী ১০০ জন ছাত্রীর বেশী পড়াশুনার সুযোগ সুবিধা দিতে পারবেন। তিনি এর বাইরে লটারি তে আরো ১০০ জন ছাত্রী রয়েছেন দুটি ক্ষেত্র মিলিয়ে প্রায় দুই শতাধিক ছাত্রী ভর্তি হতে পারবে। কিন্তু অতিরিক্ত আরো ভর্তি নেভার দাবি জানায় অভিবাবকরা। সমস্যা তৈরি হয় সেইখানেই। উত্তেজনা থাকায় ঘটনাস্থলে পৌঁছায় বারাসাত থানার পুলিশ। দুপুর বারোটা পর্যন্ত স্কুলের প্রধান শিক্ষিকা ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষা কর্মীরা স্কুলে প্রবেশ করতে পারেনি। পুলিশের সামনেই প্রধান শিক্ষিকাকে হেনস্থা করেন অভিভাবকরা। মারধর করার হুমকিও দিতে থাকে অভিভাবকরা।