
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান:- আজ সকালে কোক ওভেন থানার অন্তর্গত বাকুড়া মোড়ে অতিরিক্ত বালি বোঝায় লরি আটকে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে স্থানীয় কাউন্সিলর চন্দ্রশেখর ব্যানার্জি ও কোক ওভেন থানার পুলিশ। গতকাল বালি গাড়িতে ধাক্কায় নিহত হন ননীগোপাল মন্ডল নাম জনৈক এক বাসিন্দা রবীন্দ্রপল্লি সি ব্লকের।তাঁর বয়স ৬৫, তিনি অবসর প্রাপ্ত ডিপিএলের কর্মী। পুজোর বাজার নিয়ে সাইকলে বাড়ি ফিরছিলেন। এই ঘটনার পরই স্থানীয়রা একজোট হয়ে আজ সকালে গাড়ি আটকে বিক্ষোভ দেখায়। যদি অতিরিক্ত বালি বোঝায় গাড়ি যাতায়াত বন্ধ না হয় তাহলে আরও বৃহত্তম আন্দোলন করবে বলে জানান স্থানীয়রা।



















