নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর, ১৯ শে জুন :অত্যন্ত আশংকাজনক অবস্থায় রয়েছেন সি আই অমিতাভ সেন
দুর্গাপুরের বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন লাউদোহার সি আই অমিতাভ সেন । এই মুহুর্তে অত্যন্ত সংকটজনক অবস্থা তাঁর । গতকালের থেকে অবস্থার উন্নতি হয়নি । নিউরো সার্জেন ড: সুনীল কুমারের তত্বাবধানে চার জনের একটি মেডিক্যাল টিম সর্বক্ষন গোটা পরিস্থিতির ওপর নজর রেখেছেন । মাথায় গুরুতর আঘাত রয়েছে তাঁর । এর পাশাপাশি লাউদোহা থানা আধিকারিক অনির্বান বসু ও এএস আই বুদ্ধদেব গায়েনের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন ড: জয়দীপ ভাদুড়ী ।
অন্যদিকে আজ সকালে আহত পুলিশ কর্মীদের দেখতে হাসপাতালে আসেন আসানসোল – দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার দেবেন্দ্র প্রকাশ সিং । তবে গোটা ঘটনা নিয়ে কার্যত মুখে কুলুপ এঁটেছে পুলিশ ।
অত্যন্ত আশংকাজনক অবস্থায় রয়েছেন সি আই অমিতাভ সেন
অত্যন্ত আশংকাজনক অবস্থায় রয়েছেন সি আই অমিতাভ সেন
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram