অত্যান্ত গ্রাম্য এলাকায় শুটিং, শুটিং দেখতে উপচে পরা ভিড়। এবার কলকাতা নয় আপনার শহর মুর্শিদাবাদের সুতির অরাঙ্গাবাদে বাংলা ফিল্ম শুটিং আর শুটিং দেখতে উপচে পরা ভিড়।
বৃহস্পতিবার সকাল থেকেই দিনভর মুর্শিদাবাদের অরঙ্গাবাদের সুতিতে শুটিং দেখতে উপচে পড়া ভিড়।
গত দুইদিন ধরেই অরঙ্গবাদ এর সুতিতে রাজা মুভি প্রোডাকশন প্রযোজিত প্রেম জাল শুটিং হচ্ছে।
অভিনয় করছেন কলকাতার বহু পরিচিত টলিউড অভিনেতা ও অভিনেত্রীরা, উল্লেখ্য করা যেতে পারে বেশ কিছুদিন আগেই ধুলিয়ানের ছেলে দাউদদের পরিচালিত দ্য গ্রেট ভিলেন শুভ মুক্তি পাই সেই ফিল্মটি সুতির অরাঙ্গাবাদের সিনেমা হলে ব্যাপক সাড়া ফেলে সেইমতো আবারো একটি নতুন ফিল্ম ইতিমধ্যে শুটিং শুরু হয়ে গিয়েছে। ধুলিয়ানের ছেলে দাউদ হোসেন পরিচালিত সিনেমা প্রেম জাল। কলকাতা থেকে সুদূর মুর্শিদাবাদে ছুটে এসেছেন অভিনেতা-অভিনেত্রীরা ,আর মুর্শিদাবাদের অত্যন্ত গ্রাম্য এলাকায় এই প্রথম কোন ফিল্মের শুটিং আর তা দেখতে ভিড় জমিয়েছে এলাকাবাসী।
এই সিনেমায় অভিনয় করছে অরাঙ্গাবাদের ছেলে রাজা,কলকাতার বিশিষ্ট অভিনেতা দেবা সান্তনা বোস সহ একাধিক অভিনেতা ও অভিনেত্রী, যেহেতু অরাঙ্গাবাদের ছেলে রাজার সিনেমা বলিউড অভিনেতার পাশাপাশি রাজা কে দেখতে ভিড় জমায়।
আরও পড়ুন – ভাষা সমস্যায় পথহারা তেলেঙ্গানার এক অসহায় ব্যক্তিকে ঘরে ফিরিয়ে নজীর
উল্লেখ্য, এবার কলকাতা নয় আপনার শহর মুর্শিদাবাদের সুতির অরাঙ্গাবাদে বাংলা ফিল্ম শুটিং আর শুটিং দেখতে উপচে পরা ভিড়। বৃহস্পতিবার সকাল থেকেই দিনভর মুর্শিদাবাদের অরঙ্গাবাদের সুতিতে শুটিং দেখতে উপচে পড়া ভিড়। গত দুইদিন ধরেই অরঙ্গবাদ এর সুতিতে রাজা মুভি প্রোডাকশন প্রযোজিত প্রেম জাল শুটিং হচ্ছে।
অভিনয় করছেন কলকাতার বহু পরিচিত টলিউড অভিনেতা ও অভিনেত্রীরা, উল্লেখ্য করা যেতে পারে বেশ কিছুদিন আগেই ধুলিয়ানের ছেলে দাউদদের পরিচালিত দ্য গ্রেট ভিলেন শুভ মুক্তি পাই সেই ফিল্মটি সুতির অরাঙ্গাবাদের সিনেমা হলে ব্যাপক সাড়া ফেলে সেইমতো আবারো একটি নতুন ফিল্ম ইতিমধ্যে শুটিং শুরু হয়ে গিয়েছে। ধুলিয়ানের ছেলে দাউদ হোসেন পরিচালিত সিনেমা প্রেম জাল। কলকাতা থেকে সুদূর মুর্শিদাবাদে ছুটে এসেছেন অভিনেতা-অভিনেত্রীরা ,আর মুর্শিদাবাদের অত্যন্ত গ্রাম্য এলাকায় এই প্রথম কোন ফিল্মের শুটিং আর তা দেখতে ভিড় জমিয়েছে এলাকাবাসী। অত্যান্ত গ্রাম্য