টি-২০ ক্রিকেটের পর এবার একদিনের ক্রিকেটেও অধিনায়ক রোহিত শর্মা

টি-২০ ক্রিকেটের পর এবার একদিনের ক্রিকেটেও অধিনায়ক রোহিত শর্মা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
অধিনায়ক

টি-২০ ক্রিকেটের পর এবার একদিনের ক্রিকেটেও অধিনায়ক রোহিত শর্মা। সাদা বলের ক্রিকেট থেকে নেতৃত্ব ছাড়লেন বিরাট কোহলি। অধিনায়ক হিসেবে ঘোষণা করা হল রোহিত শর্মার নাম। বুধবার টুইট করে এই খবর জানিয়ে দিয়েছে বিসিসিআই। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট দলের সহ অধিনায়ক করা হয়েছে রোহিত শর্মাকে। তিন ম্যাচের একদিনের সিরিজে নেতৃত্ব দেবেন রোহিত।

 

এটা যে হতে চলেছে তার আভাস পাওয়া গিয়েছিল বেশ কয়েকদিন আগেই। টি-২০ তে নেতৃত্ব ছাড়ার পর থেকেই জল্পনা শুরু হয়ে গিয়েছিল। বোর্ড সূত্রে জানা গিয়েছিল, একদিনের ক্রিকেটেও তাঁকে অধিনায়ক রাখা হবে না। রোহিতকেই বিরাটের উত্তরসূরি করতে আগ্রহী ছিলেন বোর্ড কর্তারা।

 

আর ও পড়ুন  বিপিন রাওয়াতের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

আগামী দুই বছরে দুটো বিশ্বকাপ খেলতে হবে ভারতকে। তাই সাদা বলের ক্রিকেটেই জোর দিচ্ছিলেন বোর্ড কর্তারা। সেই কথা ভেবেই রোহিতকে সময় দিতে চাইছিলেন তাঁরা। দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা করতেও তাই দেরি করছিলেন নির্বাচকরা। তবে ভাবা হচ্ছিল বিরাট এবং রোহিতের সঙ্গে আলোচনা করেই আগামী সপ্তাহে সিদ্ধান্ত নেওয়া হবে।

 

কিন্তু আর দেরি না করে বুধবার সন্ধেয় কোহলিকে সরিয়ে রোহিতকে অধিনায়ক করার সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হল বোর্ডের পক্ষ থেকে। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সকে পাঁচবার চ্যাম্পিয়ন করেছেন রোহিত। সেখানে বেঙ্গালুরুকে একবারও ট্রফি দিতে পারেননি বিরাট। সাম্প্রতিক কালে সাদা বলের ক্রিকেটে তাঁর নেতৃত্বে ভারতীয় দলের পারফরম্যান্স আহামরি নয়। তাই রোহিতের হাতে অধিনায়কত্বের ব্যাটন তুলে দেওয়া হল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top