চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব ছাড়লেন মহেন্দ্র সিং ধোনি, পরবর্তী অধিনায়ক কে? চেন্নাই সুপার কিংসের (CSK) অধিনায়কত্ব ছেড়েছেন মহেন্দ্র সিং ধোনি। তার জায়গায় অধিনায়ক হচ্ছেন রবীন্দ্র জাডেজা। ধোনি খেলোয়াড় হিসেবে দলের সঙ্গে খেলা চালিয়ে যাবেন। এবার চেন্নাই দল জাদেজা, ধোনি সহ ৪ জন খেলোয়াড়কে ধরে রেখেছে। জাদেজাকে ফ্র্যাঞ্চাইজি ১৬ কোটি টাকায় দলে ধরে রেখেছিল চেন্নাই। ধোনিকে ধরে রাখতে ১২ কোটি টাকা খরচ করেছিল তারা।
এ থেকে প্রথম থেকেই অনুমান করা হয়েছিল জাদেজাকে অধিনায়ক করা হতে পারে। তিনি ছাড়াও মঈন আলিকে ৮ কোটি এবং ঋতুরাজ গায়কওয়াডকে ৬ কোটিতে ধরে রাখা হয়েছে। টুর্নামেন্ট শুরুর মাত্র দুদিন আগে অধিনায়কত্বে এই বড় রদবদলের সিদ্ধান্ত নিয়েছে চেন্নাই ম্যানেজমেন্ট। ২৬ মার্চ থেকে শুরু হবে টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচটি বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (সিএসকে) এবং কলকাতা নাইট রাইডার্সের (KKR) মধ্যে অনুষ্ঠিত হবে।
আর ও পড়ুন নদী থেকে বেআইনিভাবে বালি কেটে বিহারে পাচার করতে গিয়ে ধৃত
জাদেজার অধিনায়কত্বে চেন্নাই দল এবার মাঠে নামবে নিজেদের শিরোপা বাঁচানোর এবং ৫০তম শিরোপা জয়ের অভিপ্রায় নিয়ে। ৩৩ বছর বয়সী জাদেজা ২০১২ সাল থেকে চেন্নাই দলের সঙ্গে রয়েছেন। সিএসকে দলের তৃতীয় অধিনায়ক হবেন তিনি। মহেন্দ্র সিং ধোনিআইপিএলের প্রথম মরসুম অর্থাৎ ২০০৮ থেকে দলের নেতৃত্বে ছিলেন। ২১৩ ম্যাচে অধিনায়কত্ব করে ১৩০টি ম্যাচ জিতেছেন ধোনি। এর মধ্যে সুরেশ রায়না ৬ ম্যাচে অধিনায়কত্ব করেছেন।
এবারের আইপিএল-এ ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যাবে তাঁকে। . ৪০ বছর বয়সী ধোনি ২০০৮ সালে লিগের শুরু থেকেই সিএসকে-এর অধিনায়ক ছিলেন এবং এটিই তাঁর শেষ আইপিএল হতে পারে। ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি। সুনীল গাভাস্কারও বলেছেন, ‘রবীন্দ্র জাদেজা বছরের পর বছর ধরে একজন খেলোয়াড় হিসেবে নিজেকে পরিপক্ক করে তুলছেন। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ও যেভাবে খেলে তাতে প্রশংসা করতেই হবে।”