অধিনায়ক হিসেবে অভিষেকে শতরান, কোহলির পথেই শুভমন গিল

অধিনায়ক হিসেবে অভিষেকে শতরান, কোহলির পথেই শুভমন গিল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


খেলা – লিডসে অধিনায়ক হিসেবে নিজের প্রথম টেস্টেই শতরানের নজির গড়লেন শুভমন গিল। ইংল্যান্ডের মাটিতে ভারতের হয়ে এটি বিরল কৃতিত্ব। এর আগে অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টে শতরান করেছিলেন বিরাট কোহলি, ২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সেই ঐতিহাসিক তালিকায় এবার নাম লেখালেন গিল।

এই ম্যাচে যশস্বী জয়েসওয়ালের শতরানের পর গিলের ইনিংস ভারতের ইনিংসে জোড়া শতরান এনে দেয়। চার নম্বরে ব্যাট করতে নেমে মাত্র ১৪০ বলে শতরান পূর্ণ করেন তিনি। এটি ছিল তাঁর প্রথমবারের মতো চার নম্বরে নামা, কারণ এর আগে তিনি ওপেনার বা তিন নম্বরে ব্যাট করেছেন।

ক্রিজে নেমেই আত্মবিশ্বাসী মনে হচ্ছিল তাঁকে। ৫৬ বলে অর্ধশতরান পূর্ণ করেন, ইনিংসে ছিল ৮টি বাউন্ডারি। টেস্ট ম্যাচ হলেও খেলেন একদিনের ক্রিকেটের ছন্দে। ইংল্যান্ডের বোলারদের বিরুদ্ধে কোনও চাপ অনুভব করেননি গিল।

এই পারফরম্যান্সে তিনি শুধু কোহলির শূন্যস্থান পূরণ করলেন না, বরং ভারতের ভবিষ্যৎ অধিনায়ক হিসেবেও নিজের অবস্থান পোক্ত করলেন। কোহলি, গাভাসকর, গম্ভীরদের পরামর্শে চার নম্বর পজিশনের জন্য যাঁকে ভাবা হয়েছিল, তিনি নিজের ব্যাটে সেই বিশ্বাসের মর্যাদা রাখলেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top