ভাইরাল – ফোন কেড়ে নিয়েছিলেন অধ্যাপিকা। রাগে জুতো খুলে সেই অধ্যাপিকাকে মারলেন কলেজপড়ুয়া এক ছাত্রী! চড়-থাপ্পড়ও মারলেন অধ্যাপিকাকে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। ভিডিয়োটিকে কেন্দ্র করে হইচই পড়েছে সমাজমাধ্যম জুড়ে। নিন্দার ঝড় উঠেছে।সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, কলেজ চত্বরে ফোনে কথা বলছেন এক কলেজপড়ুয়া। এক অধ্যাপিকা সেখানে পৌঁছে ওই পড়ুয়ার কাছ থেকে ফোন কেড়ে নিলেন। সঙ্গে সঙ্গে অধ্যাপিকাকে ফোন ফেরত দিতে বললেন তরুণী। কিন্তু অধ্যাপিকা তাঁর কথায় পাত্তা না দিয়ে চলে গেলেন। এর পরেই রেগে যান ওই তরুণী। অধ্যাপিকার উপর চড়াও হলেন তিনি। জুতো খুলে তা দিয়ে আঘাত করলেন অধ্যাপিকাকে। চড়-থাপ্পড়ও মারতে থাকলেন। এর পর কয়েক জন এসে ওই তরুণীকে নিরস্ত করলেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘এম.ইন্দ্রসেনরেড্ডি’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। ভিডিয়ো দেখে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। তরুণী ছাত্রীর ব্যবহার নিয়ে সমালোচনা শুরু হয়েছে। ওই ছাত্রীকে কলেজ থেকে বহিষ্কারের দাবিতেও সরব হয়েছেন কেউ কেউ।
