অনলাইনে ক্রিকেট জুয়া চালানোর অভিযোগে গ্রেপ্তার ২ যুবক,বাজেয়াপ্ত ৩ টি স্মার্ট ফোন, চাঞ্চল্য ফালাকাটায়।
অনলাইনে ক্রিকেট জুয়া চালানোর অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করলো পুলিশ। বৃহস্পতিবার বিশেষ অভিযান চালিয়ে ৫ মাইল সংলগ্ন সাতপুকুরিয়া এলাকা থেকে থেকে তাদের পাকড়াও করে ফালাকাটা থানার পুলিশ। ওই এলাকাতেই একটি ঘরে জড়ো হয়েছিল অভিযুক্তেরা। ধৃতদের নাম বাপী দাস ও ঝন্টু দাস। তারা ময়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের সাতপুকুরিয়া এলাকারই বাসিন্দা। ধৃতদের হেফাজত থেকে ৩ টি স্মার্ট ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। তাদের বিরূদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ফালাকাটায়।
আরও পড়ুন – ৪ দফা দাবী নিয়ে ডেপুটেশন অল ইন্ডিয়া খেতমজদুর সংগঠনের
পুলিশী সূত্রে জানা গেছে, অভিযুক্তেরা ইতিপূর্বে আই পি এল থেকে শুরু করে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক স্তরের ক্রিকেট ম্যাচে নিয়মিত জুয়া খেলা চালাচ্ছিল।মোবাইল ফোনে এপসের মাধ্যমে অনলাইনে চলত ওই খেলা। এজন্য বহু মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা জমা নেওয়া হত। বিভিন্ন টিমের জয় পরাজয়, টিম ও টিমের খেলোয়ারদের রান তোলা প্রভৃতি ক্ষেত্রে মোটা অংকের টাকা বাজীতে লাগানো হত। এলাকার বিভিন্ন স্তরের মানুষ আশক্ত হয়ে পড়েছিল ওই ক্রিকেট জুয়ায়। আর ওই চক্রের খপ্পরে পড়ে তাতে সর্বশান্ত হচ্ছিল অনেকেই। এই নিয়ে বেশ কিছুদিন আগে অভিযোগ পৌছেছিল পুলিশের কাছেও। এর পরই ওই ক্রিকেট জুয়ার সঙ্গে জড়িতদের ধরতে তৎপরতা শুরু হয়। আচকমকা হানা দিয়ে এদিন গ্রেপ্তার করা হয় ওই ২ যুবককে।
এদের সঙ্গে ওই চক্রে আরো কারা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে ২ জন পুলিশের জালে ধরা পড়তেই ফালাকাটা ও আশপাশে আরো যারা ক্রিকেট জুয়ার সঙ্গে জড়িত ছিল ইতিমধ্যেই তাদের অনেকেই গা ঢাকা দিয়েছে।ফালাকাটা থানার আই সমিত তালুকদার জানিয়েছেন, ধৃতদের শুক্রবার আলিপুরদুয়ার আদালতে চালান করে তদন্তের স্বার্থে রিমান্ডে আনা হবে। ধৃতদের জেরা করে ওই চক্রে আরো কারা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ফালাকাটায় ওই ক্রিকেট জুয়া কোন মতেই চলতে দেওয়া হবেনা। অভিযোগ পেলেই কড়া আইনী ব্যাবস্থা নেওয়া হবে।”